টানা বৃষ্টির জের, বিপদসীমার ওপরে বইছে জামবনীর ডুলুং নদীর জল। ডুলুং নদীর ওপরে থাকা কজওয়ের ওপর দিয়ে বিপজ্জনক ভাবে বইছে জলের স্রোত। যার ফলে ঝাড়গ্রামের সঙ্গে চিল্কিগড় ও জামবনী ব্লকের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। প্রাণের ঝুঁকি নিয়ে কোনওভাবে পারাপার করছেন স্থানীয় মানুষেরা। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই ১৫-২০ টি গ্রামের মধ্যে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং বৃষ্টি না কমলে তা সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যাবে।