scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee On Cyclone Dana: 'পুরী এবং সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফল', ঘূর্ণীঝড় 'দানা' নিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা

Mamata Banerjee On Cyclone Dana: 'পুরী এবং সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফল', ঘূর্ণীঝড় 'দানা' নিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা

আসন্ন ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে রাজ্যের প্রস্তুতির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তখন ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার। তাঁর কথায়, '২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে পুরী এবং সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফল হতে পারে। সেই সময় ঝড়ের গতি ১০০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকতে পারে। কোথাও কোথাও ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ দেখা যেতে পারে।'

Advertisement