পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বন্যার পরিস্থিতির জন্য DVC-র ওপরেই ফের ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, এরকম চললে DVC-র সঙ্গে রাজ্য সরকার সম্পর্ক না-ও রাখতে পারে। আজ অর্থাত্ বৃহস্পতিবারও বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে যান মমতা। এদিন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় গিয়ে বন্যা পরিস্থিতি দেখে রীতিমতো দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বললেন, \'ডিভিসি-র জলধারণ ক্ষমতা এখন মাত্র ৩৬ শতাংশ এসেছে। ডিভিসি-র জলে কেন বাংলা ডুববে? আমরা কৈফিয়ত চাই। ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য জল ছাড়া হয়। ডিভিসি-র সঙ্গে আর সম্পর্ক রাখব কিনা, ভেবে দেখব।\'