পূর্ব রেলের রামপুরহাট-চাতরা রুটে থার্ড লাইন বসানোর জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনকে অন্য রুট দিয়ে চালানো হবে। পূর্ব রেলের হাওড়ার ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার সম্প্রতি একথা জানান। 18 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত রামপুরহাট থেকে চাতরা পর্যন্ত 23 কিলোমিটার তৃতীয় রেলপথ নির্মাণের কাজ চলবে। খরচ হবে প্রায় 300 কোটি টাকা। প্রি ইন্টারলকিং ও ইন্টারলকিং এর কাজ হবে। এর ফলে প্রতিদিন 10 জোড়া দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেন অন্য রুট দিয়ে চালানো হবে। একইসঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে দূরপাল্লার ট্রেনের পাশাপাশি ওই সময়ে অনেক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তার পরিবর্তে নিত্যযাত্রীদের সুবিধার জন্য আজিমগঞ্জ এবং রামপুরহাট স্টেশনের মধ্যে বিভিন্ন সময়ে প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে।
Many Train Will Be Cancelled Due To Third Line Set Up