বয়স আশি বছর হলেও এখনো নেই চোখে চশমা, সংসার চালানোর তাগিদে একমাত্র পেশা মৎস্যজীবীর। সারাদিন নদীতে মাছ ধরে অবসর সময়ে সরু লাইলনের সুতো দিয়ে নিপুন কাজের সঙ্গে এখনো তৈরি করে যাচ্ছেন মাছ ধরার জাল। আর তাতেই একমাত্র জীবন জীবিকা আশি বছর বয়সী সুবোধ সরকারের। নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের গভরচর এলাকার নদী তীরবর্তী এলাকায় প্রায় দুই হাজার পরিবারের বসবাস। কমবেশি প্রত্যেকেই মৎস্যজীবীর কাজের সঙ্গে যুক্ত। বলা যেতেই পারে আট থেকে আশি প্রত্যেকেই এই কাজ করেন।
Nadia old man Story