scorecardresearch
 
Advertisement

Bhangar Blast Update: বিস্ফোরণস্থল খুঁজে পেল পুলিশ, ভাঙড়ের রফিক মোল্লা আসল কালপ্রিট!

Bhangar Blast Update: বিস্ফোরণস্থল খুঁজে পেল পুলিশ, ভাঙড়ের রফিক মোল্লা আসল কালপ্রিট!

অবশেষে ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনাস্থল শনাক্ত করল কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা। রবিবার, 23 জুলাই বিকেলে ভাঙড়ের চক মরিচায় রফিক মোল্লার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করেন তাঁরা। আশপাশের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। উল্লেখ্য, গত 13 জুলাই এই রফিক মোল্লার বাড়িতেই বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পর বারুইপুর পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী এলাকায় গিয়েও সেদিন কোনও ঘটনাস্থল শনাক্ত করতে পারেনি। এদিন ঘটনায় ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনাস্থল শনাক্ত করা হয় বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে মনোনয়ন জমা এবং ভোটপর্ব মেটার পরও বারবার অশান্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। এমনকী ভোটের ফল বেরনোর পরও ভোটপরবর্তী হিংসায় বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। হিংসা ও অশান্তি থামাতে ভাঙড়ে প্রবেশের মুখে আটকে দেওয়া হয়েছে ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি, ক্যানিং পূর্বের TMC বিধায়ক শওকত মোল্লা-সহ আরও অনেককে। 144 ধারা জারি থাকায় এদের ঢুকতে বাধা দিয়েছিল পুলিশ।

Panchayat Election 2023: Bhangar Blast Update.

Advertisement