scorecardresearch
 
Advertisement

Rare Python Rescue: শেওড়াফুলির রেললাইনের ঠিক পাশেই ঘাপটি মেরেছিল....উদ্ধার বিরল প্রজাতির অজগর

Rare Python Rescue: শেওড়াফুলির রেললাইনের ঠিক পাশেই ঘাপটি মেরেছিল....উদ্ধার বিরল প্রজাতির অজগর

শেওড়াফুলিতে রেল লাইনের পাশ থেকে বিরল প্রজাতির হোয়াইট লিপ পাইথন (সাদা ঠোঁটের অজগর) উদ্ধার হয়েছে। সাতসকালে স্থানীয় বাসিন্দারা রেল লাইনে সাপটিকে দেখতে পেয়ে বনদফতরে খবর দেন। এক স্থানীয় স্বর্পবন্ধু এসে সাপটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেন। এই ধরনের সাপ সাধারণত এই অঞ্চলে দেখা যায় না। কীভাবে এটি এখানে এল, তা এখনও জানা যায়নি। দেখুন সেই রোমাঞ্চকর উদ্ধার অভিযানের ভিডিও।

Advertisement