scorecardresearch
 

প্রসাদ খেয়ে অসুস্থ ৮০, পুজোর আগে আতঙ্ক জীবনতলায়

আনন্দ ভুঁইয়া নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ হয়। সেই উপলক্ষ্যে বাড়িতে পুজোও ছিল। পুজোয় এলাকার মানুষজনকে নিমন্ত্রণ করেন আনন্দবাবু। সেই নিমন্ত্রণ খেয়েই শনিবার সন্ধ্যা থেকে অসুস্থ হতে শুরু করেন এলাকার মানুষজন। মূলত পেট ব্যাথা, জ্বর, বমি বমি ভাব নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁরা।

Advertisement
হাসপাতালে চলছে চিকিৎসা হাসপাতালে চলছে চিকিৎসা
হাইলাইটস
  • প্রসাদ খেয়ে অসুস্থ
  • হাসপাতালে ভর্তি প্রায় ৮০
  • অসুুস্থদের দেখতে গেলেন বিধায়ক

ছাদ ঢালাই উপলক্ষ্যে বাড়িতে পুজোর আয়োজন করেন এক ব্যক্তি। সেই পুজোর প্রসাদ খেয়েই অসুস্থ প্রায় ৮০ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার (South 24 Parganas) কালিকাতলা গ্রাম পঞ্চায়েতের কান্ডারি পাড়ায়। শনিবার রাতেই অসুস্থদের মটেরদীঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আনন্দ ভুঁইয়া নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ হয়। সেই উপলক্ষ্যে বাড়িতে পুজোও ছিল। পুজোয় এলাকার মানুষজনকে নিমন্ত্রণ করেন আনন্দবাবু। সেই নিমন্ত্রণ খেয়েই শনিবার সন্ধ্যা থেকে অসুস্থ হতে শুরু করেন এলাকার মানুষজন। মূলত পেট ব্যাথা, জ্বর, বমি বমি ভাব নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁরা।

ঘটনার খবর পেয়েই অসুস্থদের দেখতে হাসপাতালে ছুটে যান এলাকার বিধায়ক সওকত মোল্লা । তিনি জানান, প্রসাদ খেয়ে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। শিশু, মহিলা, পুরুষ সকলেই অসস্থ হয়েছেন। গোটা পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। 

অন্যদিকে এই বিষয়ে চিকিৎসকরা জানাচ্ছেন, খাদ্যে বিষক্রিয়ার ফলেই সকলে অসুস্থ হয়ে পড়েছেন। তবে তেমন কোনও চিন্তার কারণ নেই। পুজোর আগে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

 

Advertisement