scorecardresearch
 

Abhishek Banerjee : ২০২৬ বিধানসভায় কত আসন পাবে তৃণমূল? ভবিষ্যদ্বাণী করে দিলেন অভিষেক

রবিবার উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় ঘুরে জনসংযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর চোপড়ায় প্রথম জনসভা করেন তিনি। সেই জনসভা থেকেই অভিষেক বলেন, "তৃণমূলকে হারানো, হঠিয়ে দেওয়া অত সহজ নয়। জনসমর্থন আরও বাড়ছে, বাড়বে। ২০১১ সালে ১৮৪ টি আসন পেয়েছিল তৃণমূল। ২০১৬ সালে ২১১ টি আর ২০২১ সালে ২১৩ আসনে জিতেছে। এবার ছাব্বিশে ২৪০ আসন পাবে তৃণমূল"।

Advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • চোপড়ায় সভা করলেন অভিষেক
  • বলে দিলেন ২০২৬-এ দল কত আসন পাবে
  • জানুন কী বললেন তৃণমূল নেতা

২০২১ সালে বিপুল বিজেপি হাওয়াকে উল্টে দিয়ে আগের চেয়েও বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। এবার ২০২৬ সালে কার্যত আরও বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচিতে বেরিয়ে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক। বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন তিনি। আর সেখানেই তিনি দাবি করলেন, ২০২৬ সালে ২৪০টি আসন পাবেন তৃণমূল। 

রবিবার উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় ঘুরে জনসংযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর চোপড়ায় প্রথম জনসভা করেন তিনি। সেই জনসভা থেকেই অভিষেক বলেন, "তৃণমূলকে হারানো, হঠিয়ে দেওয়া অত সহজ নয়। জনসমর্থন আরও বাড়ছে, বাড়বে। ২০১১ সালে ১৮৪ টি আসন পেয়েছিল তৃণমূল। ২০১৬ সালে ২১১ টি আর ২০২১ সালে ২১৩ আসনে জিতেছে। এবার ছাব্বিশে ২৪০ আসন পাবে তৃণমূল"।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "ইডি-সিবিআই যত নোটিশ পাঠাবে, তত আন্দোলন তীব্রতর হবে। আমাকে অনেকবার নোটিশ পাঠিয়েছে, আমি গিয়ে হাজিরাও দিয়েছি। কিন্তু লড়াই থামাইনি। এটাই তৃণমূল কংগ্রেস। মনে রাখবেন, ইডি-সিবিআই (ED-CBI) দেখিয়ে অন্য যে কোনও দলকে দুর্বল করা যায়, কিন্তু তৃণমূলকে (TMC) নয়"।

মঞ্চ তৃণমূল সরকারে একধিক প্রকল্পের সার্থকতার কথাও তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক বলেন, "রিপোর্ট কার্ড পেশ করছি, ২৩ লক্ষ মানুষকে ঐক্যশ্রী, ৩০ লক্ষ মানুষকে খাদ্যসাথী, ৪ লক্ষ মানুষকে কন্যাশ্রী, ৫ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার এই জেলায় দেওয়া হয়েছে৷  বিজেপি রিপোর্ট কার্ড পেশ করে দেখাক এই জেলায় কী করেছে"?

আরও পড়ুন - প্রচুর নিয়োগ করছে এই সরকারি ব্যাঙ্ক, কীভাবে আবেদন-শেষ তারিখ

 

Advertisement