scorecardresearch
 

'মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কাজ করেছি,' শোকজের উত্তরে আলাপন

কেন্দ্র ও রাজ্য সরকারের সংঘাতের মাঝে পড়ে মোদী সরকারের কাছে শোকজ খেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তার উত্তর দিলেন তিনি। সূত্রের খবর, উত্তরে যাবতীয় দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই চাপিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

Advertisement
আলাপন বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • কেন্দ্রকে শোকজের জবাব দিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়
  • সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তিনি কাজ করেছেন বলে জানিয়েছেন
  • এখন কেন্দ্র কী পদক্ষেপ নেয় সেটাই দেখার

কেন্দ্র ও রাজ্য সরকারের সংঘাতের মাঝে পড়ে মোদী সরকারের কাছে শোকজ খেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তার উত্তর দিলেন তিনি। সূত্রের খবর, যাবতীয় দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই চাপিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, উত্তরে আলাপনবাবু কেন্দ্রকে জানিয়েছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা মতো কাজ করেছেন। 

গত মাসের ৩১ তারিখ আলাপনকে নোটিশ ধরিয়েছিল কেন্দ্র। National Disaster Management Act-এ আলাপনকে শোকজ করে মোদী সরকার। তাঁর কাছে আজকের মধ্যে উত্তর চেয়ে পাঠানো হয়। সেই মতো আজই উত্তর দেন আলাপন। 

সূত্রের খবর, কেন্দ্রকে আলাপন জানিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করেছেন। কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়েও চিঠিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই আমলা। সেখানে তিনি জানিয়েছেন, সেদিন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আকাশপথে পরিদর্শন করেছিলেন। তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে আসেন দিঘাতে। 

আরও পড়ুন : TET পাশের সার্টিফিকেটের বৈধতা আজীবন, বড় ঘোষণা কেন্দ্রের

ইয়াস পরবর্তীকালে প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে আলাপন এবং মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহ তৈরি হয়। আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্র। কিন্তু, ৩১ তারিখ অবসর ঘোষণা করে দেন রাজ্যের মুখ্যসচিব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাপনের পাশে দাঁড়ান। তিনি তাঁকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেন। এরপরই কেন্দ্রের তরফে National Disaster Management Act-এ আলাপনকে শোকজ করা হয়। 

নবান্ন সূত্রে খবর, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হিসাবে ঠিক কী ভূমিকা পালন করছেন আলাপন সেকথাও চিঠিতে লেখা হয়েছে। এখন দেখার আলাননের উত্তরে কেন্দ্র সরকার সন্তুষ্ট হয় কি না। 

Advertisement