সরকারি হোমে যৌন নির্যাতন (Sexual Harassment)! এই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরুলিয়া (Purulia)-র শিমুলিয়া(Shimulia)-র ঘটনা। বেশ কয়েকজন নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,পুরুলিয়া শহরের কাছেই শিমুলিয়ায় আনন্দমঠ জুভেনাইল হোম (Juvenile Home)-এ এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় হোমের আবাসিক নাবালিকারা এই অভিযোগ এনেছেন বলে খবর। এ বিষয়ে পুরুলিয়া জেলা আদালতের এক বিচারকের কাছে অভিযোগও জানিয়েছে তারা।
অভিযোগের ভিত্তিতে হোমের সুপারিনটেনডেন্ট-সহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পকসো ধারায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে পুরুলিয়া সদর মহিলা থানার পুলিশ। গোটা বিষয়টিতে মুখে কুলুপ এঁটেছে হোম কর্তৃপক্ষ। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুরুলিয়ার জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়।
অভিযোগ, বেশ কিছু দিন ধরে হোম কর্তৃপক্ষের মদতে এমন কাজ করা হত। সেখানে বহিরাগত যুবক হোমে এসে নাবালিকাদের উপর যৌন নির্যাতন চালাতো । আরও জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই ওই হোমে যান পুরুলিয়া জেলা আদালতের ওই বিচারক।
আবাসিক নাবালিকাদের কাছে পুরো বিষয়টি শোনেন তিনি। এরপর পুরুলিয়া জেলা পুলিশকে তদন্তের নির্দেশ দেন তিনি। নির্দেশ পেয়ে এর পরেই তদন্তে নামে পুলিশ।
ইতিমধ্যে হোমের একাধিক নাবালিকার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে পুরুলিয়া আদালতে। অভিযোগকারী নাবালিকাদের ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে। অভিযুক্তদের ব্যাপারে তল্লাশি শুরু হয়েছে।
কী করে সে বা তারা হোমের ভেতরে ঢোকার অনুমতি পেল, তার খোঁজ করা হচ্ছে। কে কে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তার তদন্ত চলছে। নাবালিকেদের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার কথা জানাজানি হতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
এর আগেও বেশ কয়েকটি সরকারি হোমে এমন অভিযোগ উঠেছে। হাওড়া, হুগলির সরকারি হোমে নির্যাতন্র ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এবং ওই হোমের বিরুদ্ধেও এমন অভিযোগ আগে হয়েছিল বলে জানা গিয়েছে। অনেক সময় অভিযোগ উঠে, সরকারি হোম থেকে আবাসিকরা পালিয়ে গিয়েছে।