scorecardresearch
 

বালি মাফিয়াদের দেদার লুঠ! বিপজ্জনক হচ্ছে মালদার ফুলহার সেতু

মাটি এবং বালি মাফিয়া (Sand Mafia)-দের দাপটে মারাত্মক ক্ষতির মুখে নতুন সেতু (Bridge)। অশাঙ্কা যে কোনও সময় ভেঙে পড়ে যেতে পারে সেটি। ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। অভিযোগ উঠেছে, পুলিশ-প্রশাসন ঘটনার ব্য়াপারে জানলেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। মালদা (Malda)-এর ফুলহার (Fulhar) নদী ব্রিজ।

Advertisement
চলছে মাটি, বালি লুঠ। বাড়ছে আশঙ্কা। মালদার মানিকচকে ফুলহার ব্রিজের ক্ষতি হচ্ছে। ছবি: ভাস্কর রায় চলছে মাটি, বালি লুঠ। বাড়ছে আশঙ্কা। মালদার মানিকচকে ফুলহার ব্রিজের ক্ষতি হচ্ছে। ছবি: ভাস্কর রায়
হাইলাইটস
  • মাটি এবং বালি মাফিয়াদের দাপট
  • মারাত্মক ক্ষতির মুখে নতুন সেতু
  • মালদার মানিকচক ব্লকে

মাটি এবং বালি মাফিয়া (Sand Mafia)-দের দাপটে মারাত্মক ক্ষতির মুখে নতুন সেতু (Bridge)। অশাঙ্কা যে কোনও সময় ভেঙে পড়ে যেতে পারে সেটি। ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। অভিযোগ উঠেছে, পুলিশ-প্রশাসন ঘটনার ব্য়াপারে জানলেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। মালদা (Malda)-এর ফুলহার (Fulhar) নদী ব্রিজ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা (Malda)-এর মানিকচক (Manikchak) ব্লকের একটি সেতুকে ঘিরে এই ঘটনা। সেখানে লক্ষ লক্ষ মানুষের যাতায়াতে আরও সুবিধানর জন্য কিছুদিন আগেই তৈরি করা হয়েছিল একটি ব্রিজ। প্রায় ১৪০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে সেটি। ফুলহার (Fulhar) নদীর উপর তৈরি করা হয়েছে ব্রিজ। স্থানীয় মানুষজন জানাচ্ছেন, যাতায়াতে তাদের অনেক সুবিধা হয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সময় কম লাগছে।

তবে দুষ্কৃীদের দাপটে তাদের সে সুখ বেশি দিন সইলে হয়! চলছে লুঠপাট। বালি মাফিয়াদের বেপরোয়া মনোভাবে বিপন্ন লক্ষাধিক মানুষের চলাচলের মূল মাধ্যম এই সেতু। এমনই আশঙ্কা তৈরি হয়েছে।

ব্রিজের গোড়ায় প্রতিনিয়ত চলছে মাটি আর বালি চুরির খেলা। কখনও ভোর বেলায়, আবার কখনও রাতের অন্ধকারে। অবিরাম এই চক্র কাজ চালিয়ে যাচ্ছে। অভিযোগ, প্রশাসন এবং পুলিশের একটা অংশকে হাত করেই চলছে এই বেআইনি কাজ।

আর তার ফলে প্রতিদিনই বিপন্ন হচ্ছে সেতু। নদীতে সেতুর নিচে থাকা পিলারের চারিদিক থেকে মাটি কাটায় বিপন্ন হচ্ছে এই গুরুত্বপূর্ণ চলাচলের মাধ্যম। যে কোনও সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই সমস্ত ঘটনা জানেন সকলেই। তবে এসব নজরে পড়ে না প্রশাসন এবং পুলিশের।

কে বা কারা করছে, সে ব্যাপারে স্থানীয় মানুষরাও জানেন। অভিযোগ, বার বার এই সমস্ত ঘটনার কথা প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। স্থানীয় মানুষের দাবি, তাড়াতাড়ি বন্ধ হোক মাটিচুরি কাজ। নচেৎ ব্রিজের ভবিষ্যৎ অন্ধকার। সব কিছু জেনেও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় মানুষের মধ্যে প্রবল ক্ষোভ রয়েছে। সেতু ভেঙে পড় মানে দীর্ঘস্থায়ী ক্ষতি। অজস্র মানুষের প্রাণহানি হতে পারে। এলাকার যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়বে। আগের মতো নাকাল হতে হবে মানুষকে।

Advertisement

Advertisement