scorecardresearch
 

Sandeshkhali Case: আটক BJP-র লকেট, সন্দেশখালির পথে বাধা-পুলিশের সঙ্গে বচসা

সন্দেশখালি যাওয়ার পথে আটক করা হল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। শুক্রবার সন্দেশখালি যাচ্ছিল বিজেপির মহিলা প্রতিনিধি দল। ওই দলে ছিলেন লকেট। ভোজেরহাটে তাঁদের আটকে দেয় পুলিশ। এই নিয়ে লকেটের সঙ্গে পুলিশের বচসা চলে। পরে লকেটকে আটক করে পুলিশ। 

Advertisement
পুলিশের সঙ্গে বচসা লকেটের। পুলিশের সঙ্গে বচসা লকেটের।
হাইলাইটস
  • আটক করা হল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে।
  • শুক্রবার সন্দেশখালি যাচ্ছিল বিজেপির মহিলা প্রতিনিধি দল।
  • ভোজেরহাটে তাঁদের আটকে দেয় পুলিশ।

সন্দেশখালি যাওয়ার পথে আটক করা হল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। শুক্রবার সন্দেশখালি যাচ্ছিল বিজেপির মহিলা প্রতিনিধি দল। ওই দলে ছিলেন লকেট। ভোজেরহাটে তাঁদের আটকে দেয় পুলিশ। এই নিয়ে লকেটের সঙ্গে পুলিশের বচসা চলে। পরে লকেটকে আটক করে পুলিশ। 

সন্দেশখালি যাওয়ার পথে আটক করা হল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। শুক্রবার সন্দেশখালি যাচ্ছিল বিজেপির মহিলা প্রতিনিধি দল। ওই দলে ছিলেন লকেট। ভোজেরহাটে তাঁদের আটকে দেয় পুলিশ। এই নিয়ে লকেটের সঙ্গে পুলিশের বচসা চলে। পরে লকেটকে আটক করে পুলিশ। 

বাধা পেরিয়ে বৃহস্পতিবার অবশেষে সন্দেশখালিতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরে সন্দেশখালি থানার সামনে অবস্থানে বসেন বিজেপি রাজ্য সভাপতি। যতক্ষণ না শাহজাহানকে গ্রেফতার করা হবে, ততক্ষণ অবস্থান চালিয়ে যাবেন বলে রীতিমতো হুঁশিয়ারি দেন সুকান্ত।কিছুক্ষণ পরেই সুকান্তের অবস্থান তুলে দেয় পুলিশ। যা ঘিরে উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে। অবস্থান তোলা নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধে সুকান্তদের। পরে থানা থেকে সুকান্তকে টেনেহিঁচড়ে সরায় পুলিশ। পুলিশের বোটে করে সুকান্তকে নিয়ে য়ায় পুলিশ। সুকান্তকে আটক করা হয়। 

আরও পড়ুন

গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর শেষ পর্যন্ত সন্দেশখালিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে কাছে পেয়ে নানা ক্ষোভ, অভিযোগের কথা জানান সন্দেশখালির বাসিন্দারা। শাঁখ বাজিয়ে, ফুল ছড়িয়ে শুভেন্দুকে বরণ করেন সন্দেশখালির বাসিন্দাদের একাংশ। পরে ধৃত বিজেপি নেতা বিকাশ সিংহের বাড়িতে যান শুভেন্দু। সন্দেশখালিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেন, 'সন্দেশখালি মমতার চেয়ার করবে খালি।' আগামী ২৬ তারিখ ফের আসবেন বলেও জানিয়েছেন শুভেন্দু।

গত ৫ জানুয়ারি সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে গোলমালের ঘটনার পর থেকেই তপ্ত উত্তর ২৪ পরগনার ওই এলাকা। শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসে। জোর করে জমি দখল, মহিলাদের উপর অত্যাচার, যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে শাহজাহান-ঘনিষ্ঠ একাধিক নেতার বিরুদ্ধে। তারপর থেকেই নতুন করে তেতে রয়েছে সন্দেশখালি। গ্রেফতার করা হয়েছে উত্তম, বিজেপি নেতা বিকাশ সিংহকে। ধৃত প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। গত শনিবার গ্রেফতার করা হয়েছে শিবপ্রসাদকে। তবে শেখ শাহজাহান এখনও অধরা। এত দিন পরও তাঁকে কেন গ্রেফতার করা হল না, এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী নেতারা।

Advertisement

Advertisement