scorecardresearch
 

কোতুলপুরে BJP-র পোলিং এজেন্টের ভাই 'খুন', কাঠগড়ায় TMC

এবার এক বিজেপি (BJP) পোলিং এজেন্টের ভাইকে খুন করার অভিযোগ উঠলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রসের (TMC) বিরুদ্ধে। মৃতের নাম কুশ ক্ষেত্রপাল। বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার রায়বাঘিনী গ্রামের ঘটনা।

Advertisement
বিজেপির পোলিং এজেন্টর ভাইকে খুনের অভিযোগ বিজেপির পোলিং এজেন্টর ভাইকে খুনের অভিযোগ
হাইলাইটস
  • বিজেপির পোলিং এজেন্টের ভাই 'খুন'
  • অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • তদন্তে বাঁকুড়ার কোতুলপুর থানা

ভোট পরবর্তী হিংসা অব্যাহত বাঁকুড়ায় (Bankura)। এবার এক বিজেপি (BJP) পোলিং এজেন্টের ভাইকে খুন করার অভিযোগ উঠলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রসের (TMC) বিরুদ্ধে। মৃতের নাম কুশ ক্ষেত্রপাল। বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার রায়বাঘিনী গ্রামের ঘটনা।

নিহতের পরিবারের তরফে অভিযোগ, ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকেই তাদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। এমনকী কুশ ক্ষেত্রপাল যে হোটেলে কাজ করতেন সেখানে গিয়েও সমস্যার সৃষ্টি করা হয় বলে অভিযোগ। এরপর গত বৃহস্পতিবার নিখোঁজ হয়ে যান কুশ। শনিবার গ্রামের পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয় বলে দাবি পরিবারের সদস্যদের। ঘটনার নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রয়েছে বলে অভিযোগ কুশ ক্ষেত্রপালের পরিবারের।

এই প্রসঙ্গে, মৃতের মা বন্দনা ক্ষেত্রপাল এবং বৌদি টুম্পা ক্ষেত্রপাল জানান, বাড়ির বড় ছেলে লব ক্ষেত্রপাল, ভোটে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। অভিযোগ, ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই তাঁদের শাসাচ্ছিল তৃণমূল। এমনকী হোটেলে যে কুশ ক্ষেত্রপাল কাজ করতেন, সেখানে গিয়ে তাঁর কাজও বন্ধ করে দেওয়া হয়। এরপর তৃণমূল পার্টি অফিসে 'ক্ষমা' চাইতে যান কুশ। কিন্তু তারপর তিনি আর বাড়ি ফেরেননি বলেই দাবি পরিবারের।

অন্যদিকে এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত সুকুমার ক্ষেত্রপালের দাবি, এই ঘটনায় তাঁদের দলের কেউ যুক্ত নন। অকারণ রাজনীতির রং লাগানো হচ্ছে। মদ্যপ অবস্থায় কোনও ভাবে ওই যুবক জলে পড়ে যাওয়াতেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি সুকুমারবাবুর।

প্রসঙ্গত নির্বাচনকে ঘিরে বারেবারেই হিংসার ঘটনা ঘটেছে রাজ্য। আর ভোটের ফল ঘোষণার পর সেই হিংসা তীব্র আকার ধারণ করে। বাংলার উত্তর থেকে দক্ষিণ, এমনকী শহর কলকাতাতেও হিংসার শিকার হন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সমর্থকেরা। ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। পাশাপাশি মহিলাদের ওপরেও অত্যাচারের অভিযোগ উঠেছে। 

Advertisement

ফলাফল পরবর্তী এই হিংসায় বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। এমনকী এই হিংসার জেরে রাজ্যে ছুটে আসতে হয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকেও। আবার পাল্টা বিজেপির বিরুদ্ধে 'ভুয়ো খবর' ছড়ানোর অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

Advertisement