scorecardresearch
 

Train Cancelled In Eastern Railway: টানা ২০ দিন, শিয়ালদা-সহ একাধিক স্টেশন থেকে বাতিল বহু ট্রেন

পূর্ব রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ডানকুনি-খড়গপুর শাখায় ৬ নম্বর জাতীয় সড়কের (NH-6) ওভারব্রিজের কাজের জন্য আগামী ২৪ মে থেকে ১২ জুন পর্যন্ত প্রতিদিন ২৪০ মিনিট ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

Advertisement
টানা ২০ দিন ট্রেন বাতিল টানা ২০ দিন ট্রেন বাতিল
হাইলাইটস
  • ৪ মে থেকে ১২ জুন পর্যন্ত প্রতিদিন ২৪০ মিনিট ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে
  • শিয়ালদা-ডানকুনি এবং শিয়ালদা-বারুইপাড়া লাইনে ২০ দিন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে

ফের ট্রেন বন্ধ থাকবে পূর্ব রেলে। টানা ২০ দিন শিয়ালদা-ডানকুনি (Sealdah-Dankuni) ও শিয়ালদা-বারুইপাড়া (Sealdah-Baruipara) লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৪ মে থেকে শিয়ালদা-ডানকুনি ও শিয়ালদা-বারুইপাড়া শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু এক্সপ্রেস ও মেল ট্রেন দেবিতে চলবে বা ছাড়বে।

পূর্ব রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ডানকুনি-খড়গপুর শাখায় ৬ নম্বর জাতীয় সড়কের (NH-6) ওভারব্রিজের কাজের জন্য আগামী ২৪ মে থেকে ১২ জুন পর্যন্ত প্রতিদিন ২৪০ মিনিট ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শিয়ালদা-ডানকুনি এবং শিয়ালদা-বারুইপাড়া লাইনে ২০ দিন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে।

আরও পড়ুন: Thunderstorm Forecast In West Bengal: টানা পাঁচদিন ঝড়ে কাঁপবে রাজ্য, হবে অবিরাম বৃষ্টিও; বড় পূর্বাভাস

কোন-কোন ট্রেন বাতিল হচ্ছে

  • ডানকুনি থেকে বাতিল ট্রেন-৩২২৪৮, ৩২২৫০ এবং ৩২৪১৩
  • শিয়ালদা বাতিল ট্রেন-৩২২৪৫ এবং ৩২২৪৭
  • বারুইপাড়া থেকে বাতিল ট্রেন- ৩২৪১৪

মেল ও এক্সপ্রেস ট্রেন:

  • ২৪ মে ও ৭ জুন ১২২৫৪ আঙ্গা এক্সপ্রেস ৯০ মিনিট দেরিতে চলতে পারে।
  • ৫ জুন ১৫২২৮ মুজফরপুর-এসএমভিডি বেঙ্গালুরু এক্সপ্রেস ৯০ মিনিটে দেরিতে চলতে পারে।
  • ৩১ মে, ২ জুন, ৯ জুন এবং ১১ জুন ৫০ মিনিট দেরিতে চলতে পারে ২২২০২ পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস।
  • ২৯ মে, ১ জুন, ৮ জুন এবং ১২ জুন ১৫২৩৪ দ্বারভাঙা-কলকাতা এক্সপ্রেসের ছাড়ার সময় কিছুটা পিছোচ্ছে। দ্বারভাঙা স্টেশন থেকে দুপুর ৩টে ৪৫ মিনিটের বদলে বিকাল ৫টা ৪৫ মিনিটে ছাড়বে।

 

Advertisement