scorecardresearch
 

উদয়নের উপর হামলা সংগঠিত করা ক্লাব ভেঙে দিল দিনহাটা পুরসভা

প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহের উপর হামলা হয়েছিল বলে যে ক্লাবটিকে চিহ্নিত করা হয়েছিল, সেটি ভেঙে গুঁড়িয়ে দিল দিনহাটা পুরসভা। শনিবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বিতর্কিত ক্লাবটি। ফলে নতুন বিতর্ক তৈরি হয়েছে দিনহাটায়।

Advertisement
এই ক্লাব থেকেই উদয়নের উপর হামলা হয়েছিল এই ক্লাব থেকেই উদয়নের উপর হামলা হয়েছিল
হাইলাইটস
  • উদয়ন গুহর উপর হামলায় জড়িত ক্লাব ভেঙে দিল পুরসভা
  • নথি নেই, অবৈধ বলে অভিযোগ পুরসভার
  • সমস্ত বেআইনি নির্মাণ ও অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন

প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহের উপর হামলা হয়েছিল বলে যে ক্লাবটিকে চিহ্নিত করা হয়েছিল, সেটি ভেঙে গুঁড়িয়ে দিল দিনহাটা পুরসভা। শনিবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বিতর্কিত ক্লাবটি। ফলে নতুন বিতর্ক তৈরি হয়েছে দিনহাটায়।

বিতর্কিত ক্লাব ভেঙে দিল পুরসভা

শনিবার উদয়নের ঘটনায় বিতর্কে উঠে আসা দিনহাটার বয়েজ ক্লাবকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পুরসভা কর্তৃপক্ষ। আজ সকালে দিনহাটা শহরের ৪ নম্বর ওয়ার্ডের ওই ক্লাবের একটি ঘরকে ভেঙ্গে দেওয়া হয়। ক্লাবের সঙ্গে লাগোয়া একটি অস্থায়ী চায়ের দোকান ছিল, সেটাও সরিয়ে দেওয়া হয়েছে।

অসামাজিক কাজ হতো, জমির নথি মেলেনি

প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা দিনহাটা পুরসভার প্রশাসক উদয়ন গুহ জানিয়েছেন, ওই ক্লাবে অসামাজিক কাজ কর্ম হত। ওই এলাকার বাসিন্দারা এসে সেই অভিযোগ জানায়। অবৈধ ভাবে ড্রেনের ঘর নির্মাণ করা হয়েছিল। তারপরও ক্লাবের জমি রেজিস্ট্রেশন সহ সমস্ত কাগজপত্র দেখার জন্য সভাপতি-সম্পাদকের খোঁজ করা হয়। কাউকে না পেয়ে ক্লাবের দরজায় নোটিশ ঝুলিয়ে তিন দিনের মধ্যে পুরসভায় এসে কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু কেউ না আসায় বাধ্য হয়ে পুরসভা এদিন ক্লাবটিকে ভেঙে দেওয়া হয়েছে উদয়নবাবু জানান।

উদয়নের উপর হামলায় ক্লাব জড়িত?

গত ৬ মে দিনহাটা শহরের ওই ক্লাবের সামনেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহের উপর হামলা হয়। উদয়ন গুহ বাঁচার চেষ্টা করায় তাঁর হাতে জখম হয়। মারাত্মক ভাবে আহত হন তাঁর নিরাপত্তা রক্ষীরাও।অভিযোগ,হামলার দিন ওই ক্লাবের ভেতর থেকেই লাঠি, কাঠ ও লোহার রড বের করে নিয়ে আসা হয়। হামলায় অভিযুক্তদের অনেকেই ওই ক্লাবের সাথে যুক্ত বলে অভিযোগ রয়েছে। তাঁদের অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে। কেউ আবার পালিয়ে রয়েছেন। যদিও পুরসভার দাবি ক্লাবঘর ভাঙার পিছনে ওই ঘটনার সম্পর্ক নেই।

Advertisement

অসামাজিক কাজে হুঁশিয়ারি

উদয়ন গুহ বলেন, “ শুধু ওই ক্লাবই নয়, যেখানে অসামাজিক কাজ হবে, অবৈধ ভাবে নির্মাণ করে নিকাশি নালা ক্ষতিগ্রস্ত করবে, এসব প্রত্যেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এতে যদি কোনও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়, তাঁদের অবশ্যই দেখা হবে।”

 

Advertisement