scorecardresearch
 

Coachbehar Loksabha Kendra 2024: ভোটে লড়ছেন না তবু নিশীথের প্রতিদ্বন্দ্বী উদয়নই, কোচবিহারে পেশি আস্ফালনে ভীত এলাকা

Coachbehar Loksabha Kendra 2024: বর্তমান সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তনী নিশীথ প্রামাণিক বনাম ফরওয়ার্ড ব্লকের প্রাক্তনী তথা রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী কমল গুহর ছেলে বর্তমান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর লড়াই এখন মুচমুচে উপাদ্য হয়ে উঠেছে। এবারও ভোট ঘোষণা হতেই কয়েক দফায় লড়াই হয়ে গিয়েছে।

Advertisement
ভোটে লড়ছেন না তবু নিশীথের প্রতিদ্বন্দ্বী উদয়নই, কোচবিহারে লড়াই দুই নেতার পেশির ভোটে লড়ছেন না তবু নিশীথের প্রতিদ্বন্দ্বী উদয়নই, কোচবিহারে লড়াই দুই নেতার পেশির

Coachbehar Loksabha Kendra 2024: নির্বাচন আসা মানেই গোটা রাজ্যে শিরোনামে উঠে আসা যেন অভ্যাস করে ফেলেছে কোচবিহার। গত কয়েকটি নির্বাচনে বিধানসভা থেকে পঞ্চায়েতে কোচবিহার বিশেষ করে দিনহাটা এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। বিধানসভা নির্বাচনেও কোচবিহারের শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। যা নিয়ে তোলপাড় হয় রাজ্য। ফলে জয় পরাজয়ের পাশাপাশি হিংসার দিকেও নজর থাকছে রাজ্যবাসীর। বর্তমান সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তনী নিশীথ প্রামাণিক বনাম ফরওয়ার্ড ব্লকের প্রাক্তনী তথা রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী কমল গুহর ছেলে বর্তমান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর লড়াই এখন মুচমুচে উপাদ্য হয়ে উঠেছে। এবারও ভোট ঘোষণা হতেই কয়েক দফায় লড়াই হয়ে গিয়েছে। এবার আর হুমকি বা সমর্থকদের লাঠালাঠি নয়, বরং একপ্রস্থ সম্মুখসমরে মল্লযুদ্ধও হয়ে গিয়েছে। দুজনেই একে অপরের উপর দায় চাপিয়েছেন রীতিমতোই। এদিকে ভোটের দামামা বাজতেই প্রমাদ গুণছেন সাধারণ বাসিন্দারা।

গতবার জয়ের পর উত্তরবঙ্গে বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি কোচবিহার । (Cooch Behar Lok Sabha Constituency) ২০২১-এর বিধানসভা নির্বাচনে ফলের নিরিখে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের ছ'টিতেই জয়লাভ করেছিল গেরুয়া শিবির। পরে অবশ্য দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয় ছিনিয়ে নেন তৃণমূলের উদয়ন গুহ। এখানে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেসও। এদিকে বামদের তরফেও প্রার্থী ঘোষণা হয়েছে। বিজেপি এখানে এবারেও প্রার্থী করেছে নিশীথ প্রামাণিককে।  অন্যদিকে বিধায়ক জগদীশচন্দ্র বর্মন বসুনিয়াকে ভাগ্য যাচাই করার টিকিট দিয়েছে তৃণমূল। পিয়া রায়চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস। বামেদের তরফে ভোট লড়বেন ফরওয়ার্ড ব্লকের নীতীশচন্দ্র রায়। 

ভোটার- ১,৮১৪,২০০
পুরুষ-৯ লক্ষ ৪০ হাজার ৯৪৮ । 
মহিলা-৮ লক্ষ ৬৮ হাজার ৬৩২
অন্য়ান্য-৫০১৮

আরও পড়ুন

বিধানসভা কেন্দ্র- 
মাথাভাঙা 
কোচবিহার উত্তর 
কোচবিহার দক্ষিণ
শীতলকুচি 
সিতাই 
দিনহাটা 
নাটাবাড়ি 

Advertisement

ভোটের ইস্যু- কোচবিহারেও দার্জিলিংয়ের মতোই মূল ইস্যু পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। কেউ চান পৃথক কামতাপুর, কেউ বা কোচবিহার রাজ্য। গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ ওরফে নগেন রায়কে রাজ্যসভা থেকে সাংসদ করে বিজেপি এখানে যে খুঁটি পাকাপোক্ত করতে চেয়েছিল, প্রতিশ্রুতি আদায়ে ব্যর্থ হওয়ায় সেই অ্যাডভান্টেজ এখন অনেকটাই হাতছাড়া বিজেপির। এর মধ্যে ফোকর গলে গ্রেটার সমর্থকদের মন পেতে চেষ্টা করছে তৃণমূল। যদিও তাতেও কতটা লাভ হবে তা সময়ই বলবে। কারণ পৃথক রাজ্যের সমর্থকরা জানে কেন্দ্র সরকারের সাহায্য ছাড়া আদতে তাদের কোনও লাভ হবে না। উন্নয়নের কাজ নিয়ে অবশ্য সাধারণ ক্ষোভ-বিক্ষোভ ছাড়া তেমন অভিযোগ নেই। গোটা রাজ্যের মতোই পরিস্থিতি একটাই। এখানে সবটাই রাজনৈতিক।

এ পর্যন্ত জয়ী সাংসদদের তালিকা

১.              ১৯৫২-৫৭                উপেন্দ্রনাথ বর্মন             কংগ্রেস
                                                বীরেন্দ্রনাথ কাঠম            কংগ্রেস
                                                অমিয়কান্ত বসু                কংগ্রেস
২.             ১৯৫৭-৬২                সন্তোষ বন্দ্যোপাধ্যায়       কংগ্রেস
                                                উপেন্দ্রনাথ বর্মণ              কংগ্রেস
০২.          ১৯৫৮-৬২                 নলিনীরঞ্জন ঘোষ            কংগ্রেস
০৩.          ১৯৬২-৬৭                দেবেন্দ্রনাথ কার্জি           ফরওয়ার্ড ব্লক
০৪.           ১৯৬৭-৭১                  বিনয়কৃষ্ণ দাসচৌধুরী       কংগ্রেস
০৫.          ১৯৭১-৭৭                  বিনয়কৃষ্ণ দাসচৌধুরী       কংগ্রেস
০৬.          ১৯৭৭-৮০             অমরেন্দ্রনাথ রায়প্রধান    ফরওয়ার্ড ব্লক
০৭.           ১৯৮০-৮৪              অমরেন্দ্রনাথ রায়প্রধান    ফরওয়ার্ড ব্লক
০৮.           ১৯৮৪-৮৯             অমরেন্দ্রনাথ রায়প্রধান    ফরওয়ার্ড ব্লক
০৯.            ১৯৮৯-৯১               অমরেন্দ্রনাথ রায়প্রধান    ফরওয়ার্ড ব্লক
১০.            ১৯৯১-৯৬               অমরেন্দ্রনাথ রায়প্রধান    ফরওয়ার্ড ব্লক
১১.            ১৯৯৬-৯৮              অমরেন্দ্রনাথ রায়প্রধান    ফরওয়ার্ড ব্লক
১২.            ১৯৯৮-৯৯               অমরেন্দ্রনাথ রায়প্রধান    ফরওয়ার্ড ব্লক
১৩.            ১৯৯৯-২০০৪         অমরেন্দ্রনাথ রায়প্রধান    ফরওয়ার্ড ব্লক
১৪.            ২০০৪-০৯                    হিতেন বর্মণ            ফরওয়ার্ড ব্লক
১৫.            ২০০৯-১৪                 নৃপেন্দ্রনাথ রায়            ফরওয়ার্ড ব্লক
১৬            ২০১৪-১৯                  রেণুকা সিনহা               তৃণমূল কংগ্রেস
১৭.            ২০১৯-২৪                 নিশীথ প্রামাণিক         বিজেপি

Advertisement

 

Advertisement