রাজ্যে ক্রমশ লাগামহীন করোনা পরিস্থিতি। আজ ফের বাড়ল করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত মেডিকেল বুলেটিন অনুযায়ী, আজ আক্রান্ত হয়েছেন ১৯, ৪৪৫ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের।
স্বাস্থ্য দফতরের তরফে আরও জানানো হয়েছে, এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ১২ হাজার ৬০৪, মৃত বেড়ে ১২, ৪৬১। আজ পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৬৩ জন।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ৩,৯৪৮ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৩৯৭১ জন ও মৃত্যু হয়েছে ৪২ জনের। এছাড়াও হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায় করোনায় সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০।
প্রসঙ্গত, এই নিয়ে টানা সাতদিন রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু ১০০ ছাড়াল। দৈনিক সংক্রমিতের সংখ্যাও ঘোরাফেরা করছে ২০ হাজারের কাছাকাছি।
উল্লেখ্য, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে অক্সিজেনের অভাব রয়েছে বলে দাবি করেছেন তিনি। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন। গতকাল ফের চিঠি লিখে করোনার প্রয়োজনীয় ওষুধে করছাড় দেওয়ার আবেদেন জানিয়েছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রকে অক্সিজেনের আবেদন জানানো হয়েছে। তাদেরই ঠিক করতে হবে, কীভাবে অক্সিজেনের জোগান দেবে।
পাশাপাশি রাজ্যজুড়ে ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে। দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য বিভিন্ন হাসপাতালে ভিড় উপচে পড়ছে। এই বিষয়ে আজ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, অযথা ভিড় বাড়াবেন না। যাঁরা প্রথম ডোজ পেয়েছেন, তাঁদের কীভাবে ও কবে পরবর্তী ডোজ দেওয়া হবে সে বিষয়ে সরকার ভাবছে।