scorecardresearch
 

Cyclone Jawad: জাওয়াদ-তাণ্ডবে বিদ্যুত্‍ বিভ্রাট হলে কী করবেন? রইল হেল্পলাইন নম্বর

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস সব জেলার পাওয়ার স্টেশন মাস্টার এবং জেলার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতার সমস্ত আধিকারিকদের নজর রাখার নির্দেশ দেন। ৪ ডিসেম্বর থেকে বিদ্যুৎ ভবনে একটি কন্ট্রোল রুম চালু হবে, চলবে মঙ্গলবারও। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • শনিবারই অন্ধ্র ও ওড়িশা উপকূলে প্রবেশ করবে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'
  • ৪ ডিসেম্বর থেকে বিদ্যুৎ ভবনে একটি কন্ট্রোল রুম চালু হবে, চলবে মঙ্গলবারও
  • এই দু'দিন সারাদিন কন্ট্রোল রুমে হেল্পলাইন নম্বরে পরিষেবা পাওয়া যাবে

শনিবারই অন্ধ্র ও ওড়িশা উপকূলে প্রবেশ করবে ঘূর্ণিঝড় 'জাওয়াদ' (Cyclone Jawad)। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ৪ ও ৫ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দিঘা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং করে সাবধানতার প্রচার চালানো হচ্ছে। প্রস্তুতি তুঙ্গে রাজ্য বিদ্যুৎ দফতরে। ২৪ ঘণ্টা চালু রাখার কন্ট্রোল রুম চালু করেছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস সব জেলার পাওয়ার স্টেশন মাস্টার এবং জেলার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতার সমস্ত আধিকারিকদের নজর রাখার নির্দেশ দেন। ৪ ডিসেম্বর থেকে বিদ্যুৎ ভবনে একটি কন্ট্রোল রুম চালু হবে, চলবে মঙ্গলবারও। 

সব জেলায় দল মোতায়েন করা হয়েছে। সেখান থেকে তাদের তথ্য ডিএম, এসডিও এবং বিডিও-কে পাঠানো হয়েছে। হেল্পলাইন নম্বর চালু হয়েছে। রাজ্য বিদ্যুৎ দফতরের (wbsedcl) হেল্পলাইন নম্বর- 8900793503, 8900793504। CESC-র হেল্পলাইন নম্বর (Helpline Number)-9831079666, 9831083700। এই দু'দিন সারাদিন কন্ট্রোল রুমে হেল্পলাইন নম্বরে পরিষেবা পাওয়া যাবে। বিদ্যুৎ বিভ্রাট হলে কিংবা যে কোনও সমস্যার জন্য তাঁদের দল তৈরি থাকবে। কর্মীদের প্রত্যেকের ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতির ওপর নজরদারি রাখা হবে বিদ্যুৎ ভবন থেকে।

Advertisement