scorecardresearch
 

West Bengal Dengue Update : ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি, রাজ্যজুড়ে মৃত্যু ৭০ পার

সোমবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় বুবাই হাজরা নাম এক সাফাইকর্মীর। ওই ব্যক্তি ডেঙ্গি আক্রান্ত হয়ে গত ১ নভেম্বর এন‌আর‌এস-এ ভর্তি হন। সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ ডেঙ্গি হ্যামারেজিক ফিভারে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, গত দেড় বছর আগে বিয়ে হয়েছিল বাবলুর। পাঁচ মাসের এক শিশুকন্যাও রয়েছে তাঁর।

Advertisement
ডেঙ্গির ভয়াবহ চিত্র ডেঙ্গির ভয়াবহ চিত্র
হাইলাইটস
  • ডেঙ্গিতে মৃত্যু বাড়ছে
  • আতঙ্ক রাজ্যবাসীর মধ্যে
  • সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা

ডেঙ্গিতে মৃত্যু বেড়েই চলেছে রাজ্যে (West Bengal Dengue Update)। মৃত্যু হল আরও ৩ জনের। মৃতদের মধ্যে রয়েছেন একজন গর্ভবতী মহিলাও। ডেঙ্গি পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে রাজ্যবাসীর মধ্যে। একইসঙ্গে ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে রাজ্য সরকার তথা প্রশাসনের বিরুদ্ধে সরব বিরোধীরা। 

সোমবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় বুবাই হাজরা নাম এক সাফাইকর্মীর। ওই ব্যক্তি ডেঙ্গি আক্রান্ত হয়ে গত ১ নভেম্বর এন‌আর‌এস-এ ভর্তি হন। সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ ডেঙ্গি হ্যামারেজিক ফিভারে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, গত দেড় বছর আগে বিয়ে হয়েছিল বাবলুর। পাঁচ মাসের এক শিশুকন্যাও রয়েছে তাঁর।

রাজারহাট-গোপালপুরের বাসিন্দা বছর ৩৬-এর সোমনাথ দে-র মৃত্যুও হয়েছে ডেঙ্গিতে। সোমবার সকাল ৯ টা ৩৫ নাগাদ সেপটিক শকে মৃত্যু হয় তাঁর। গত ৫ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এছাড়া আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রিঙ্কি দাস নামে এক গর্ভবতী মহিলারও মৃত্যু হয়েছে। তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যাচ্ছে। হাওড়ার বাসিন্দা রিঙ্কি দাসের মৃত্যুর ডেথ সার্টিফিকেটে কার্ডিয়াক অ্যারেস্ট ও নিউমোনিয়ার উল্লেখ রয়েছে। এর আগে আবু শাহিদ মহলাদার নামে মুর্শিদাবাদের এক বাসিন্দারও মৃত্যু হয়। ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত ২ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। 

এদিকে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে লেখা চিঠিতে, রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিদল পাঠানোর আর্জি জানিয়েছেন তিনি। এই বিষয়ে, শুভেন্দুর (Suvendu Adhikari) আবেদন, কলকাতা-সহ গোটা রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। অবিলম্বে ডেঙ্গি মোকাবিলায় পদক্ষেপ নিক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এক্ষত্রে রাজ্যে চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল পাঠানোর আবেদনও জানিয়েছেন শুভেন্দু। 

Advertisement

আরও পড়ুন - এই ফলের বীজে থাকে সায়ানাইড, ভুলেও যেন পেটে না যায়

 

Advertisement