scorecardresearch
 

জাল-ভ্যাকসিনে TMC-র নেতা-মন্ত্রীরা জড়িয়ে, শিলিগুড়িতে তোপ দিলীপের

এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (BJP State President Dilip Ghosh) আরও দাবি করেন, লেনদেন সবার সঙ্গে হয়েছে। মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে, তার দায়িত্ব কে নেবে?

Advertisement
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
হাইলাইটস
  • জাল-টিকা নিয়ে ফের শাসকদল তৃণমূলকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
  • শনিবার তিনি শিলিগুড়িতে অভিযোগ করেন, ওই ঘটনায় তৃণমূলের নেতা-মন্ত্রী সবাই জড়িত
  • তাঁর দাবি, ভ্যাকসিন নিয়ে দুর্নীতি হয়েছে।

জাল-টিকা নিয়ে ফের শাসকদল তৃণমূলকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (BJP State President Dilip Ghosh)। শনিবার তিনি শিলিগুড়িতে অভিযোগ করেন, ওই ঘটনায় তৃণমূলের নেতা-মন্ত্রী সবাই জড়িত। সরকার স্বীকৃতি দিয়ে রেখেছে। সবার সঙ্গে ফোটো আছে।

এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (BJP State President Dilip Ghosh) আরও অভিযোগ করেন। তাঁর দাবি, ভ্যাকসিন নিয়ে দুর্নীতি হয়েছে। আরও বড় আকারে চলছে, যা ধরা পড়েনি। শিলিগুড়িতে সরকার থেকে সাড়ে ৩০০ টাকা নিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। জাল ভ্যাকসিন দিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে।

দিলীপ ঘোষ (BJP State President Dilip Ghosh)-এর প্রশ্ন, সরকার কেন টাকা নেবে? মোদীজি বিনা পয়সায় সবাইকে দেওয়ার জন্য টিকা পাঠাচ্ছেন। সেই ভ্যাকসিন বিক্রি হচ্ছে কন? কিছু প্রাইভেট হাসপাতালে টাকা দিয়ে নিতে পারে।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (BJP State President Dilip Ghosh) দাবি করেন, পিঠ বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যখন ধরা পড়েছে। সবাই চিনত। পুরো পার্টিটাই চতুর আর দুর্নীতিগ্রস্ত লোকেদের নিয়ে চলছে। ওই ঘটনায় কলকাতা পুরসভা জড়িত। পুরসভার অফিস থেকে দেওয়া হচ্ছে। তার গাড়িতে সরকারি লোগো, পুরসভার লোগো।

এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (BJP State President Dilip Ghosh) আরও দাবি করেন, লেনদেন সবার সঙ্গে হয়েছে। মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে, তার দায়িত্ব কে নেবে? এখন ধরা পড়ে গিয়েছে বলে খারাপ লাগছে। আর চেপে দেওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র একটি তদন্ত টিম গঠন করে দায়িত্ব শেষ করে দেয়া হচ্ছে সরকারের তরফে।

ভোট-পরবর্তী হিংসা নিয়ে খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে এসেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে তিনি শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সড়কপথে সরাসরি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন।

Advertisement

জানা গিয়েছে কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ঘুরে দলীয় কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ টিকা দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন।

দিলীপ ঘোষ আরও বলেন, উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন থেকেই বঞ্চিত। বহুবার বিভিন্ন পার্টি করেছে নির্বাচনে কিন্তু তাদের কোনও উন্নয়ন হয়নি। তাই উত্তরবঙ্গের মানুষ এই ধরনের আজ দাবি তুলছে। তবে ভারতীয় জনতা পার্টি রাজ্য ভাগের পক্ষে নয়।

তিনি জানান, আসলে রাজ্যজুড়ে আজ অত্যাচার বেশি হচ্ছে বলে মানুষ বাঁচতে এ রাজ্যের সরকারের হাতের বাইরে থাকতে গিয়ে এই ধরনের দাবি করছে।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (BJP State President Dilip Ghosh) দাবি করেন, অনেকে অসমে চলে গিয়েছিলেন। জেলায় জেলায় গিয়েছেন। পুরভোট নিয়ে প্রস্তুতি নিয়েও কথা চলছে।

 

Advertisement