খুঁটিপুজো চলছে রাজ্যজুড়ে। দুর্গাপুজোর প্রস্তুতি নিতে শুরু করেছে পুজো কমিটিগুলি। তবে পুজোর মধ্যেই আবার শনি-রবি পড়ে গিয়েছে। তবে গতবারের মতো ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর ছুটি নষ্ট হবে না। আবহাওয়া ঠিকঠাক থাকলে পুজোয় একটু শীত শীত ভাবও থাকতে পারে। কারণ, পুজো শুরু হচ্ছে অক্টোবরের তৃতীয় সপ্তাহে।
বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা অনুযায়ী এবার মহালয়া পড়েছে আগামী ১৪ অক্টোবর, ২৬ শ্রাবণ।
মহাষষ্ঠী পড়ছে আগামী ২০ অক্টোবর, ২ কার্ত্তিক, শুক্রবার।
মহাসপ্তমী পড়ছে আগামী ২১ অক্টোবর, ৩ কার্ত্তিক, শনিবার।
মহাষ্টমী পড়ছে আগামী ২২ অক্টোবর, ৪ কার্ত্তিক, রবিবার। সন্ধিপুজো সন্ধে ৪.৫৪-তে শুরু। শেষ রাত ৫:৪২-এর মধ্যে।
মহানবমী পড়ছে ২৩ অক্টোবর, ৫ কার্ত্তিক, সোমবার।
বিজয়া দশমী পড়ছে ২৪ অক্টোবর, ৬ কার্ত্তিক, মঙ্গলবার।
পঞ্জিকা মতে এ বছর দশভুজার আগমন ও গমন দুই-ই ঘোটকে বা ঘোড়ায়।
এবছর মহালয়া থেকেই কলকাতা-সহ রাজ্যের অনেক জায়গায় পুজোর আবহ এসে যাবে। পঞ্চমী ১৯ অক্টোবর বৃহস্পতিবার। বোধন ২০ অক্টোবর শুক্রবার। সপ্তমী ও অষ্টমী পড়েছে শনি ও রবিবারে। আর দশমী ২৪ অক্টোবর মঙ্গলবার।
দুর্গাপুজো হয়ে গেলেই তো আর পুজো মিটে যায় না। এবার লক্ষ্মীপুজো শনিবার, ২৮ অক্টোবর। কালীপুজো আবার রবিবার। ১২ নভেম্বর। ভাইফোঁটা মঙ্গলে।
অক্টোবরের শেষে পুজো হওয়ায় ততদিন রাজ্যের ওপর থেকে বর্ষা বিদায় নেবে বলে অনুমান। যার জেরে হালকা শীতের আমেজ থাকবে রাজ্যজুড়ে। বর্ষার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ওই সময় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে অক্টোবরে তৈরি ঘূর্ণিঝড় সাধারণত তামিলনাড়ু বা অন্ধ্র প্রদেশের দিকে চলে যায়। তাই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পুজোয় পড়ার সম্ভাবনা নগন্য। তবে বৃষ্টি হতে পারে।