বগটুইইকান্ডে ক্ষতিপূরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী মিড ডে মিলের টাকা থেকে। শুভেন্দু অধিকারীর এই অভিযোগের উত্তরে তাঁকে পাগল বললেন ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এই পাগলামোর মন্তব্য করতে হলে আমাদের আর কাজ করতে হবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, পড়ুয়াদের জন্য কেন্দ্রের পাঠানো মিড ডে মিল প্রকল্পের টাকা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। ওই বিষয়টিতেই এই মন্তব্য করেছেন ফিরহাদ।
এর আগেও শুভেন্দু অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর ২৪ পরগনা সফরের বিল মিটিয়েছে রাজ্য প্রশাসন। শুভেন্দু বলেছিলেন, পড়ুয়াদের খাবার টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর সফরের বিল মেটানো হচ্ছে! যা শুনে তৃণমূলের তরফে বলা হয়েছিল, এটি একটি প্রশাসনিক বিষয়। অনেক সময়েই প্রশাসনিক ভাবে আপৎকালীন ভিত্তিতে একটি খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা হয়ে থাকে। পরে আবার সংশ্লিষ্ট খাতের অর্থ সেই খাতেই ফিরিয়ে দেওয়া হয়। তবে তাতে রাজনৈতিক বিতর্ক পুরোপুরি থামেনি।
গত ১০ অগস্ট বীরভূমের মল্লারপুরে পথ দুর্ঘটনায় একটি ন’জনের মৃত্যু হয়েছিল। চাষের মাঠ থেকে যখন তাঁরা অটোয় বাড়ি ফিরছিলেন, তখন মল্লারপুর থানা এলাকার মেটেলডাঙা গ্রামে জাতীয় সড়কে সিউড়িগামী একটি বাসের সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ন’জনের মৃত্যু হয়। মৃতদের সকলেরই বাড়ি পারকান্দি গ্রামে। ওই মর্মান্তিক ঘটনার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ ঘোষণা করেন।
রাজ্য সরকারের তরফেও ওই একই অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসাবে ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে সেই টাকা মৃতদের বিভিন্ন পরিজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। অভিযোগ, সেখানে দেখা যায় কেন্দ্রের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এলেও রাজ্যের টাকা এসেছিল ‘কুক্ড মিড ডে মিল’ অ্যাকাউন্ট থেকে।
এই বিষয় নিয়ে শুভেন্দুকে বার বারই সরব হতে শোনা গেছে। এছাড়াও তিনি একশো দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছেন বহুবার। আবাস যোজনা-সহ বেশিরভাগ প্রকল্প নিয়েই তাঁর অভিযোগ রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে।
আরও পড়ুন-'রাজ্যপাল যোগ্য ও বিশেষ ব্যক্তি', হাতেখড়ি ইস্যুতে সমালোচনার পরদিনই সুরবদল দিলীপের