scorecardresearch
 

Adhir Chowdhury: এবার অধীরকে 'গো ব্যাক' স্লোগান নওদায়, ৫ বারের MP-র সঙ্গে তীব্র বচসা TMC-র

ফের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বিক্ষোভের মুখে পড়লেন। তিন দিন আগেই তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। শনিবার ফের ওই একইরকম অনভিপ্রেত ঘটনা ঘটল নওদায়। এদিন সকালে সেখানে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন অধীর।

Advertisement
অধীর চৌধুরীকে গো ব্যাগ স্লোগান। ছবি-সংগৃহীত অধীর চৌধুরীকে গো ব্যাগ স্লোগান। ছবি-সংগৃহীত
হাইলাইটস
  • ফের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বিক্ষোভের মুখে পড়লেন।
  • তিন দিন আগেই তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল।

ফের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বিক্ষোভের মুখে পড়লেন। তিন দিন আগেই তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। শনিবার ফের ওই একইরকম অনভিপ্রেত ঘটনা ঘটল নওদায়। এদিন সকালে সেখানে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন অধীর। প্রদেশ কংগ্রেস সভাপতির কনভয় এলাকায় পৌঁছতেই তাঁর গাড়ি ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ শুরু করেন বলে অভিযোগ। গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। পাল্টা দিতে আসরে নামে কংগ্রেস কর্মীরাও। দু'পক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতির ঘটনাও ঘটে বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় ছড়ায় তীব্র উত্তেজনা।

ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন অধীর। তবে এ ব্যাপারে তাঁর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ সংবাদমাধ্যমের কাছে অভিযোগে বলেছেন, "পরাজয় নিশ্চিত বুঝেই কখনও তৃণমূল কখনও বিজেপি অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, ব্যালটে মানুষ এর যোগ্য জবাব দেবেন।"
কংগ্রেসের দাবি, এদিন নওদায় দলীয় প্রার্থীর সমর্থনে পদযাত্রা ছিল। তা বানচাল করতে আগে থেকে তৈরি হয়েছিল তৃণমূল। অধীরের কনভয় এলাকায় পৌঁছতেই তৃণমূলের লোকজন বিক্ষোভ শুরু করে। পাল্টা প্রতিরোধ শুরু করেন কংগ্রেস কর্মীরা। দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামলায়। তৃণমূলের তরফে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এর আগে গত ১৭ এপ্রিল হাসপাতালে রাম নবমীর ঘটনায় আহতদের দেখতে গিয়ে বিজেপির কর্মী, সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন অধীর। সেই সময়ও অধীরকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। বচসা চলাকালীন বিজেপির এক জেলা নেতাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল অধীরের বিরুদ্ধে। 

আরও পড়ুন

 

Advertisement

Advertisement