scorecardresearch
 

প্রতিবন্ধী BJP সমর্থকের হুইল চেয়ার কেড়ে নেওয়ার অভিযোগ TMC নেতার বিরুদ্ধে

প্রতিবন্ধী ওই যুবকের নাম ইন্দ্র রায়। অভিযোগ, ইন্দ্র বিজেপি সমর্থক হওয়ায় সরকারি সাহায্যে পাওয়া তাঁর হুইল চেয়ারটি কেড়ে নিয়েছেন স্থানীয় তৃণমূল (TMC) বুথ সভাপতি চন্দ্রশেখর ঘোষ।

Advertisement
অভিযোগকারী বিজেপি সমর্থক অভিযোগকারী বিজেপি সমর্থক
হাইলাইটস
  • বিজেপিকে সমর্থনের জের
  • হুইলচেয়ার কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
  • পালটা ষড়যন্ত্রের অভিযোগ শাসকদলের

বিজেপি (BJP) সমর্থক হওয়ার অপরাধে একজন প্রতিবন্ধী যুবকের সরকারি সাহায্য পাওয়া হুইল চেয়ার কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের স্থানীয় বুথ সভাপতির বিরুদ্ধে। হুগলির তারকেশ্বরের এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। প্রতিবন্ধী ওই যুবকের নাম ইন্দ্র রায়। অভিযোগ, ইন্দ্র বিজেপি সমর্থক হওয়ায় সরকারি সাহায্যে পাওয়া তাঁর হুইল চেয়ারটি কেড়ে নিয়েছেন স্থানীয় তৃণমূল (TMC) বুথ সভাপতি চন্দ্রশেখর ঘোষ।

এই ঘটনার পেক্ষিতে বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানান, "এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এই ধরনের ঘটনা রাজ্যজুড়ে লাগাতার ঘটে চলেছে। আর এইসমস্ত স্পর্শকাতর ঘটনাগুলি তৃণমূলের টাকার জোরে ধামাচাপা পড়ে যাচ্ছে।" এক্ষেত্রে অগ্নিমিত্রা দাবি, "অবিলম্বে ওই যুবকের হুইল চেয়ার ফেরত পাওয়ার ব্যবস্থা করুক প্রশাসন।" একইসঙ্গে যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন এই বিজেপি নেত্রী।

পাশাপাশি জেলার বিজেপি নেতা তথা বিধায়ক বিমান ঘোষের কটাক্ষ, "শাসকদল রাজনৈতিক নোংরামো করতে গিয়ে এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে একজন বিজেপি সমর্থক, যে প্রতিবন্ধী তাঁর সরকারি সাহায্যে পাওয়া হুইল চেয়ারও স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি কেড়ে নিয়েছেন।" তাঁর অভিযোগ, "চন্দ্রশেখর ঘোষ একজন রাজনৈতিক নেতা বা কর্মী নন, তিনি একজন গুন্ডা।" পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।

এদিকে বিজেপির অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছে তৃণমূল। হুগলি জেলা তৃণমূলের সহসভাপতি তথা তারকেশ্বর পৌরসভার প্রশাসক স্বপন সামন্ত সম্পূর্ণ ঘটনাকে 'সাজান এবং বিজেপির ষড়যন্ত্র' বলে আখ্যা দেন। একইসঙ্গে তিনি আরও বলেন, দলীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে, যদি এমন কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement

 

Advertisement