scorecardresearch
 

Vande Bharat Express: এবার ঝটিকা সফরেই ঘুরুন পুরুলিয়া,থাকল হাওড়া-রাঁচি ও হাওড়া-পাটনা বন্দে ভারতের সূচি

একসঙ্গে জোড়া বন্দে ভারত পেল হাওড়া। ইতিমধ্যেই হাওড়া থেকে এনজেপি ও পুরি বন্দে ভারত পরিষেবা মিলছে। এবার বিহারের রাজধানী পাটনা ও ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিও বন্দেভারতে যুক্ত হয়ে গেল হাওড়া স্টেশনের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যে ৯টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করছেন তারমধ্যে রয়েছে এই দুটি ট্রেনও। চলুন জেনে নেওয়া যাক বাংলার এই দুই বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে বিস্তারিত।

Advertisement
কোন কোন স্টেশনে থামবে? ভাড়া কত? কোন কোন স্টেশনে থামবে? ভাড়া কত?

একসঙ্গে জোড়া বন্দে ভারত পেল হাওড়া। ইতিমধ্যেই হাওড়া থেকে এনজেপি ও পুরি বন্দে ভারত পরিষেবা মিলছে। এবার বিহারের রাজধানী পাটনা ও ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিও বন্দেভারতে যুক্ত হয়ে গেল হাওড়া স্টেশনের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যে ৯টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করছেন তারমধ্যে রয়েছে এই দুটি ট্রেনও। চলুন জেনে নেওয়া যাক বাংলার এই দুই বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে বিস্তারিত।

 হাওড়া–রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস
ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি করতেই রাঁচি ও হাওড়ার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে। ২৪ সেপ্টেম্বর অর্থাৎ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি রাঁচি–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার শুভ সূচনা করছেন। যদিও রাঁচি–হাওড়া–রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস আগামী ২৭ সেপ্টেম্বর থেকে নিয়মিত যাত্রা শুরু করবে বলে দক্ষিণ–পূর্ব রেল সূত্রে জানা গেছে। রাঁচি থেকে ভোর ৫ টা ১৫ মিনিটে ছেড়ে ওই দিন দুপুর ১২ টা ২০ মিনিটে হাওড়ায় পৌঁছবে ট্রেনটি। ফিরতি পথে হাওড়া থেকে বিকেল ৩ টে ৪৫ মিনিটে ছেড়ে ওই দিন রাত ১০ টা ৫০ মিনিটে রাঁচি পৌঁছাবে বন্দে ভারত। যাতায়াতের পথে মুড়ি, কোটশিলা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর এবং খড়গপুর স্টেশনে থামবে ট্রেনটি। মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিন ট্রেনটি চলবে বলে দক্ষিণ–পূর্ব রেল সূত্রে খবর।  রাঁচি-হাওড়া বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ঝাড়খণ্ডের হাতিয়ায় করা হবে।  রাঁচি থেকে হাওড়া পর্যন্ত এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২০৪৫ টাকা ও খাবার সহ ২২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে নন-এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ১০৩০ টাকা এবং খাবার সহ ১১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোন স্টেশনে কখন পৌঁছাবে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস?
 মুরিতে পৌঁছাবে সকাল ৬ টা ১৫ মিনিটে। সেখানে দু'মিনিট দাঁড়াবে। 
সকাল ৭ টা ১৫ মিনিটে পুরুলিয়ায় পৌঁছাবে। সকাল ৭ টা ১৭ মিনিটে পুরুলিয়া ছেড়ে বেরিয়ে যাবে। 
সকাল ৮ টা ৪০ মিনিটে টাটানগরে পৌঁছাবে। পাঁচ মিনিট দাঁড়াবে।
 খড়্গপুরে দু'মিনিটের স্টপেজ দেওয়া হয়েছে। সেখান থেকে বেরিয়ে যাবে সকাল ১০ টা ৩২ মিনিটে। 

আরও পড়ুন

Advertisement

পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
রাঁচির মতোই হাওড়া থেকে পাটনা এখন পৌঁছনো যাবে আরও কম সময়ে। রবিবার থেকেই চালু হচ্ছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। ভার্চুয়াল মাধ্যমে ট্রেনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ট্রেনে চেপে হাওড়া থেকে পাটনা পৌঁছতে সময় লাগবে মাত্র সাড়ে ছ’ঘণ্টা। চেয়ার কারে খরচ পড়বে ১,৪৫০ টাকা। আর ২,৬৭৫ টাকা খরচ পড়বে এগজ়িকিউটিভ ক্লাসে। পটনা থেকে হাওড়া পৌঁছতে চেয়ারকারে খরচ পড়বে ১,৫০৫ টাকা। এগজ়িকিউটিভ শ্রেণিতে ২,৭২৫ টাকা। সপ্তাহে ৬ দিন চলবে পাটনা-হাওড়া বন্দে ভারত ট্রেন। একমাত্র বুধবার পাওয়া যাবে না পাটনা-হাওড়া বন্দে ভারতকে। ট্রেনটি সকাল ৮টায় পাটনা থেকে ছেড়ে হাওড়া পৌঁছবে দুপুর ২টো ৩৫ মিনিটে। হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে ৩টে ৫০ মিনিটে। পাটনায় ট্রেনটি পৌঁছবে রাত ১০টা ৪০ মিনিটে। ট্রেনটিতে রয়েছে ৮টি এসি চেয়ার কার। পাটনা-হাওড়া বন্দে ভারত উভয়পথে চলাচল শুরু করবে ২৬ সেপ্টেম্বর। ট্রেনটি পাটনা থেকে ছেড়ে যেসব স্টেশনে থামবে সেগুলি হল পাটনাসাহিব, মোকামা, লক্ষ্মীসরাই, জোসিডি, জামতারা, আসানসোল ও দূর্গাপুর। ট্রেনটি হাওড়া থেকে পাটনা যেতে সময়ে নেবে ৬ ঘণ্টা ৩৫ মিনিট। 

Advertisement