কালীপুজো (Kali Puja 2022) তথা দীপাবলিতে বাজি (Fire Crackers) পোড়ানোর রীতি রয়েছে। তবে বিগত বেশকিছু বছর ধরে বাজি নিয়ে নানান বিধিনিষেধ জারি করা হয়েছে। এই বছরও তার ব্যতিক্রম নয়। এবছর কোনও কোনও রাজ্যে সবুজ বাজিরতে ছাড় দেওয়া রয়েছে। তবে কোনও কোনও রাজ্য রয়েছে যেখানে, বাজির ওপরে একেবারেই বিধিনিষেধ আরোপ রয়েছে। এমনকী বিধি লঙ্ঘন করলে হতে জেল বা জরিমানাও।
বাংলায় বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে তার জন্য বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়। কালীপুজোয় এ রাজ্যে রাত্রি ৮টা থেকে ১০ পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি ছট পুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দেওয়া হয়েছে বাজি পোড়ানোর অনুমতি। তবে সবুজ বাজি ছাড়া কোনওরকম বাজি পোড়ানো যাবে না।
অন্যদিকে রাজধানী দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের কথা মাথায় রেখে আতশ বাজির ওপরে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লিতে যে কোনও ধরনের বাজি তৈরি, মজুদ ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এক্ষেত্রে বিধি ভাঙলে ২০০ টাকা জরিমান কিংবা ৬ মাস পর্যন্ত হাজতবাস হতে পরে। অন্যদিকে তৈরি, মজুদ ও বিক্রি করতে গিয়ে ধরা পড়লে ৫ হাজার টাকা জরিমান এবং ৩ বছর পর্যন্ত জেল হতে পারে।
দিল্লির প্রতিবেশী রাজ্য পাঞ্জাবে অবশ্য রাত্রি ৮টা থেকে ১০টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। অন্যকোনও রকম বাজি পোড়ানো পুরোপুরি নিষিদ্ধ। পাশাপাশি হরিয়ানাতেও সবুজ বাজিতে ছাড় দেওয়া হয়েছে। সেরাজ্যেও নিষিদ্ধ করা হয়েছে অন্যান্য সমস্ত বাজি।
অন্যদিকে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে আতশবাজি পোড়ানোর ক্ষেত্রে বিগত বছরগুলির মতো এবারেও ২ ঘণ্টা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ভোর ৬টা থেকে ৭টা এবং সন্ধ্যে ৭টা থেকে ৮টা পর্যন্ত পোড়ানো যাবে বাজি। একই সময় বরাদ্দ করা হয়েছে পুদুচেরিতেও।
আরও পড়ুন - দীপাবলিতে চোখ-ত্বক বাঁচিয়ে পোড়ান বাজি, রইল ৭ টিপস