তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ফেসবুক পোস্ট ঘিরে শুরু নয়া জল্পনা। ফেসবুকে (Facebook) কল্যাণ বন্দ্যোপাধ্যায় লেখেন, 'লুকোচুরি খেলা কেন? সবাই কিন্তু গর্জে উঠবে ঠিক সময়। দুবাইয়ের ফ্লাইট ফ্ল্যাট ট্রান্সফারের কথা সবাই জানে। অসৎ লোকেদের মিলতে বেশি সময় লাগে না।' কল্যাণের এহেন পোস্টের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক কাকে বা কাদের নিশানা করলেন তিনি?
অন্যদিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও (Narendra Modi) কড়া সমালোচনা করেন তিনি। কল্যাণ বলেন, 'নরেন্দ্র মোদী ও বিজেপির জন্য আবার আমরা পরাধিন হয়ে গিয়েছি।' একইসঙ্গে পূর্বতন বাম সরকারকেও কটাক্ষ করেন কল্যাণ। বলেন, '২০১১ সালের আগে ৩৪ বছর পশ্চিমবঙ্গও পরাধিন ছিল। ২০১১ সালের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে। যাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি।'
এছাড়া এদিন সংবাদমাধ্যম সহ প্রত্যেকের স্বাধীনতার পক্ষেও সওয়াল করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, প্রতিবাদের স্বাধীনতা, সবই ছিনিয়ে নিয়েছেন। সংবাদমাধ্যম (Press) সহ প্রত্যেককে নিজেদের নীতি অনুযায়ী কাজ করতে দেওয়া উচিত বলেই মনে করেন কল্যাণ।
এদিন পেগাসাস ইস্যুতেও সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ফোনে এখন ভাল করে কথা বলা যায় না, কারণ মোদীজির পেগাসাস (pPegasus)।' পাশাপাশি প্রধানমন্ত্রীর ছাপ্পান্ন ইঞ্চি ছাতির প্রসঙ্গেও তৃণমূল সাংসদের কটাক্ষ, 'আলোচনা করতে ভয় পায়, পালিয়ে বেড়ায়, ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ফোপড়া হয়ে গিয়েছে।'