এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলাতেও সিবিআই (CBI) তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সম্প্রতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাসের (উপেন বিশ্বাস) একটি ফেসবুক পোস্টের পর প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ওই পোস্টে রঞ্জন নামে এক ব্যক্তির বিরুদ্ধে টাকা নিয়ে প্রাথমিকে চাকরি দেওয়ার অভিযোগ তোলেন উপেনবাবু। তার পরেই প্রাথমিক (Primary TET)) শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়। জানা যায় ওই রঞ্জনের আসল নাম চন্দন মণ্ডল। বুধবার সেই মামলাতেই শুনানির পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। একইসঙ্গে প্রয়োজনে চন্দন মণ্ডলকে নিজেদের হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও ছাড়পত্র দেন বিচারপতি।
মামলায় আদালত (Kolkata High Court) জানায়, এই মামলায় চন্দন মণ্ডল নামে এক ব্যক্তির নাম উঠে আসছে, যিনি টাকা নিয়ে বেআইনি ভাবে চাকরি দিয়েছে বলে অভিযোগ। পাশাপাশি, এই মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসকেও তদন্তে সহযোগিতা করতে বলেছেন বিচারপতি। আগামী ১৫ জুন মুখবন্ধ খামে তদন্তকারী সংস্থাকে রিপোর্ট জমা দেওয়াার নির্দেশ রিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, ২০১৪ সালে প্রাথমিকে ফেল করা সত্ত্বেও অনেকে চাকরি পেয়েছেন বলে অভিযোগে তুলে সম্প্রতি হাইকোর্টে মামলা দায়ের করা হয়। আবেদনকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম দাবি করেন, ২০১৪ সালে ফেল করার পরেও ৮৬ জন পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন। আইনজীবীর বক্তব্য শোনার পরেই জরুরি মামলার অনুমতি দেয় আদালত। এরপর এদিন শুনানির পর এই নির্দেশ দেন বিচারপতি।
আরও পড়ুন - বাবুল গাইবেন নজরুল মঞ্চে, KK-র মৃত্যুর পর সবচেয়ে বড় ইভেন্ট