scorecardresearch
 

চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ, প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়

দীর্ঘ লড়াইয়ের অবসান। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। চেন্নাইয়ের একটি হাসপাতালে আজই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। 

Advertisement
মুকুল রায় ও কৃষ্ণা রায় (ছবি সৌঃ-সোশ্যাল মিডিয়া) মুকুল রায় ও কৃষ্ণা রায় (ছবি সৌঃ-সোশ্যাল মিডিয়া)
হাইলাইটস
  • প্রয়াত মুকুল রায়ের স্ত্রী
  • চেন্নাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ
  • ভুগছিলেন ফুসফুসের সমস্যায়

দীর্ঘ লড়াইয়ের অবসান। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায়ের (Mukul Roy) স্ত্রী কৃষ্ণা রায়। চেন্নাইয়ের একটি হাসপাতালে আজই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। 

বেশকিছুদিন আগেই করোনায় আক্রান্ত হন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় (Krishna Roy)। পরে করোনা সেরে গেলেও ফুসফুসে গুরুতর সমস্যা দেখা যায়। যার জেরে বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। দেওয়া হয় একমো সাপোর্ট। এরপর ফুসফুস প্রতিস্থাপনের জন্য চেন্নাই নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

চেন্নাইতে কৃষ্ণা রায়কে নিয়ে যান তাঁর ছেলে শুভ্রাংশু রায়। তবে মকুল রায় কলকাতাতেই রয়েছেন। সূত্রের খবর, আজ ফ্লাইট না থাকার কারণে আগামিকাল হয়ত মরদেহ নিয়ে কলকাতায় ফিরবেন শুভ্রাংশু। 

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

এদিকে মুকুল রায়ের স্ত্রীয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, "বিধায়ক শ্রী মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কৃষ্ণাদেবী বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আমি তাঁকে ঘনিষ্ঠভাবে চিনতাম। তিনি মানুষের ভাল চাইতেন। আমি কৃষ্ণা রায়ের স্বামী মুকুল রায় ও পুত্র শুভ্রাংশু রায় এবং পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"

'হাসপাতাল রাজনীতি'

প্রসঙ্গত মুকুল রায়ের স্ত্রী যখন কলকাতার হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময় তাঁকে দেখতে যাওয়াকে কেন্দ্র করেও রাজনৈতিক জলঘোলা হয় রাজ্যে। হঠাৎই মুকুল রায়ের স্ত্রীকে দেখতে যান তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিজেপিতেই ছিলেন মুকুল। আর অভিষেক দেখতে যাওয়ার কিছু পরেই কৃষ্ণা রায়কে দেখতে যান দিলীপ ঘোষও। এমনকী ঠিক  তারপরের দিনই মুকুলকে ফোন করে তাঁর স্ত্রীয়ের স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রধানমন্ত্রীও। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে দলের এত গুরুত্বপূর্ণ নেতা হওয়া সত্ত্বেও তাঁর স্ত্রীয়ের স্বাস্থ্যের খোঁজ নিতে এতটা দেরি কেন করল নেতৃত্ব? যদিও তার কিছুদিন পরেই অবশ্য পুত্র শুভ্রাংশুকে নিয়ে তৃণমূলে ফেরেন মুকুল রায়। 

Advertisement

 

Advertisement