আবারও একবার শিরোনামে রাজ্য-রাজ্যপাল সংঘাত। রাজ্যপালের সমালোচনায় শাসকদল তৃণমূল কংগ্রেস। পালটা রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে বিজেপি। তারই মাঝে এবার এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া বাম-কংগ্রেসের। সিপিআইএম (CPIM) নেতা অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya) বলেন, "রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর বিবাদটা হল নেই কাজ তো খই ভাজ। কে কাকে চোর বললো কি না বলল তা সবাই জানে। দেশের এতো সমস্যা, করোনা নিয়ে সমস্যা, ওষুধের সমস্যা, কাজের সমস্যা, কিন্তু সেগুলো নিয়ে তাঁদের কাছে কিছু না। আসলে এটা একটা কৃত্তিম দ্বন্দ্ব।" পাশাপাশি কংগ্রেস (Congress) নেতা আবদুল মান্নান (Abdul Mannan) বলেন, "যা চলছে মেনে নেওয়া যায় না। কাদা ছোঁড়াছুঁড়ি করে রাজ্যের সর্বনাশ করছেন।"
কী নিয়ে বিতর্ক?
প্রসঙ্গত, জৈন হাওয়ালাকাণ্ডের এফআইআর-এ রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ছিল বলে কয়েকদিন আগে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপালকে 'দুর্নীতিগ্রস্ত'ও বলেছেন তিনি। পালটা সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সমস্ত দাবি খারিজ করেছেন রাজ্যপাল। জৈন হাওয়ালাকাণ্ডের এফআইআর-এ তাঁর নাম ছিল না বলেও দাবি করেন ধনখড়। তবে রাজ্যপাল দাবি করলেও থেমে থাকেনি তৃণমূল (TMC)। পালটা সাংবাদমাধ্যমের সামনে কিছু কাগজপত্র তুলে ধরে জৈন হাওয়ালাকাণ্ডের ডায়েরিতে ধনখড়ের নাম ছিল বলে দাবি করেছে রাজ্যের শাসকদল। এমনকী রাজ্য-রাজ্যপালের সংঘাতের আঁচ বিধানসভা পর্যন্ত পৌঁছে গিয়েছে। লোকসভার স্পিকারের কাছে তাঁর নামে নালিশ করায় বিধানসভার অধ্যক্ষে চিঠি দিয়েছেন রাজ্যপাল।
কী বলছে বিজেপি?
যদিও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস রাজ্যপালকে নিশানা করলেও ইতিমধ্যেই জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) পাশে দাঁড়িয়েছে বিজেপি (BJP)। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, "মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টি সম্পর্কে কম জানেন। আর সেই কারণেই রাজ্যপালকে আক্রমণ করছেন।" পাশাপাশি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনও প্রমাণ নেই। প্রমাণ ছাড়া রাজ্যপালকে আক্রমণ করা যায় না।" বিজেপি নেতা তথাগত রায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, "উনি যে ভাষায় কথা বলছেন তা একেবারেই অনুচিত।" এবার দেখার আগামিদিনে জৈন হাওয়ালা বিতর্ক কোন দিকে মোড় নেয়।