দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। জেলাগুলিতে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে ৮-১০ সপ্তাহের জন্য লকডাউন করা প্রয়োজন। বললেন, খোদ আইসিএমআর প্রধান বলরাম ভার্গব।
এক সাক্ষাৎকারে তিনি জানান, যেসব জেলাতেই সংক্রমণের হার ১০ শতাংশের বেশি, সেখানেই লকডাউন করা প্রয়োজন। দেশের চারভাগের তিনভাগ জেলাগুলিতে করোনায় সংক্রমিতের হার ১০ শতাংশেরও বেশি। দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরুর মতো বড় শহরেও বাড়ছে সংক্রমণ। যা বেশ উদ্বেগের।
আরও পড়ুন : 'এত হিংসা দেখেও এড়িয়ে যাব?' শীতলকুচি যাওয়ার আগে প্রশ্ন রাজ্যপালের
কতদিনের জন্য লকডাউন করা প্রয়োজন?
আইসিএমআর প্রধানের মতে, 'যে জেলাগুলিতে সংক্রমণ বেশি, সেগুলি বন্ধ রাখা দরকার। অর্থাৎ ৫-১০ শতাংশের মধ্যে সংক্রমিতের হার হলে অসুবিধে নেই। সব খোলা থাকতেই পারে। কিন্তু, আগামী ৬ থেকে ৮ সপ্তাহে এমনটা না হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।'
যে সব রাজ্যে লকডাউন চলছে, সেখানে সংক্রমিতের হার কম না হলে লকডাউন প্রত্যাহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন বলরাম ভার্গব। তিনি বলেন, 'দিল্লিতে যদি কালই লকডাউন তুলে দেওয়া হয়, তাহলে তার থেকে খারাপ কিছু হতে পারে না।' প্রসঙ্গত, ৩৫ শতাংশেরও বেশি লোক সংক্রমিত ছিল দিল্লিতে। এখন সেই হার ১৭ শতাংশ।
আরও পড়ুন : পশ্চিমে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, প্রভাব পড়বে বাংলাতেও!
ভার্গব আরও বলেন, যে সব দেশে ভারতের মতো অবস্থা তারা লকডাউনের পথেই হেঁটেছে। এছাড়া কোনও উপায় নেই। তিনি আরও জানান, গত ১৫ এপ্রিল কেন্দ্রের সঙ্গে বৈঠকে কোভিড টাস্ক ফোর্সও কেন্দ্রকে পরামর্শ দিয়েছে, যেখানে ১০ শতাংশের বেশি সংক্রমিত সেখানে লকডাউন করা প্রয়োজন।
যদিও চিকিৎকদের একাংশের মতে, যে সংখ্যক কোভিড আক্রান্তের সংখ্যা সামনে এসেছে, তা আসলে হিমশৈলের চূড়ামাত্র। কারণ, অধিকাংশ ঘটনা সামনে আসছে না। অনেকে টেস্ট করাচ্ছেন না। \