scorecardresearch
 

পশ্চিমে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, প্রভাব পড়বে বাংলাতেও!

আগামী কয়েকদিনের মধ্যে ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে পারে সাইক্লোন টাউকটে। এর জেরে গুজরাত, মহারাষ্ট্রে জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, এই সাইক্লোনের প্রভাব পড়তে পারে বাংলাতেও।

Advertisement
Cyclone Cyclone
হাইলাইটস
  • বাংলার প্রভাব পড়তে পারে সাইক্লোন টাউকটের
  • এর জেরে হতে পারে বৃষ্টি
  • জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

আগামী কয়েকদিনের মধ্যে ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে পারে সাইক্লোন টাউকটে। এর জেরে গুজরাত, মহারাষ্ট্রে জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, এই সাইক্লোনের প্রভাব পড়তে পারে বাংলাতেও। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, টাউকটের জেরে এরাজ্যেও বৃষ্টি নামতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া। গতি থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বৃষ্টিপাতের পরিমাণ ভারী থেকে অতি ভারী হতে পারে। শুধু বাংলা নয়, ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন : বাংলায় COVID আক্রান্ত ফের ২০ হাজার পার! বাড়ল সুস্থতাও

এদিকে ঘূর্ণিঝড়  টাউকটে নিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, মরশুমের এই প্রথম ঘূর্ণিঝড় আরব সাগরে তৈরি হচ্ছে। যার প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার দক্ষিণ-পশ্চিমের দিকেও এই ঘূর্ণিঝড় বাঁক নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই সমুদ্রের মৎস্যজীবীদের জন্য করা সতর্কবার্তা দেওয়া হয়েছে। ১৬ ঘূর্ণিঝড়ের গতি বাড়িয়ে ৮০ কিলোমিটার হতে পারে।

আরও পড়ুন : ধনখড়ের শীতলকুচি সফর, 'প্রটোকল মানছেন না,' চিঠি মমতার

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই এরাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার ভরদুপুরে প্রবল বৃষ্টি হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কলকাতার বিভিন্ন এলাকায় জস জমে যায়। হুগলি, হাওড়া ইত্যাদি জেলায় ঝোড়ো হাওয়ার জেরে ভেঙে যায় একাধিক গাছ। 

Advertisement