scorecardresearch
 

কলকাতা ও রাজ্যে পুলিশে একসঙ্গে ৫৫ জনের রদবদল

আলাপনকাণ্ডের মধ্যেই রাজ্যের নতুন স্বারাষ্ট্রসচিব ও মুখ্যসচিবের নাম ঘোষণা করেছে নবান্ন। এরইমধ্যে রাজ্যে ও কলকাতা পুলিশের ৫৫ জন আধিকারিকের রদবদল করল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন।

Advertisement
নবান্ন নবান্ন

আলাপনকাণ্ডের মধ্যেই রাজ্যের নতুন স্বারাষ্ট্রসচিব ও মুখ্যসচিবের নাম ঘোষণা করেছে নবান্ন। এরইমধ্যে রাজ্যে ও কলকাতা পুলিশের ৫৫ জন আধিকারিকের রদবদল করল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। এই ৫৫ জনের মধ্যে রয়েছেন ৫২ জনই আইপিএস। 

নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতার নতুন জয়েন্ট সিপি (এসটিএফ)  হচ্ছেন ভি সলোমন নেশাকুমার।  ডিআইজি মালদহ প্রবীণ কুমার ত্রিপাঠি। গত ডিসেম্বরে ডায়মন্ড হারবারে জে পি নড্ডার কনভয়ে হামলার সময় ডিআইজি ছিলেন প্রবীণ। তাঁকে কেন্দ্র সরকার বদলির নির্দেশ দিয়েছিল। তবে রাজ্য সরকার সেই বদলি আটকে দিয়েছিল। 

পুলিশের রদবদল
পুলিশের রদবদল

মালদা রেঞ্জের ডিআইজি, আইবি-র ডিআইজি, এসটিএফ-র জয়েন্ট কমিশনার, বারাসতের ডিআইজি, রায়গঞ্জের ডিআইজি, ডিআইজি ট্রাফিক-সহ আরও নানা পদে বদলি করা হয়েছে। মেদিনীপুর রেঞ্জের ডিআইজি করা হয়েছে শ্যাম সিং। এই রেঞ্জের ডিআইজি ছিলেন কুণাল আগরওয়াল। মমতা নন্দীগ্রামে প্রচারে গিয়ে চোট পাওয়ার সময়ও তাঁকে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকেও যোগ দেননি। সেই কুণাল আগরওয়ালকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাল নবান্ন। 
 

Advertisement