scorecardresearch
 

আলাপনের বিরুদ্ধে পদক্ষেপের কথা ভাবছে কেন্দ্র, ধরাতে পারে চার্জশিটও!

আলাপনকাণ্ডে নতুন মোড়। মুখ্যমন্ত্রীর নবনিযুক্ত এই প্রধান পরামর্শদাতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর এমনটাই।

Advertisement
আলাপন বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়

আলাপনকাণ্ডে নতুন মোড়। মুখ্যমন্ত্রীর নবনিযুক্ত এই প্রধান পরামর্শদাতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর এমনটাই। সূত্রের এও দাবি, আলাপনকে চার্জশিটও ধরাতে পারে নরেন্দ্র মোদীর সরকার। 

সোমবার দিল্লিতে কাজে যোগ দেওয়ার কথা থাকলেও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে এসেছিলেন। তারপরই কেন্দ্রের চিঠি পান তিনি। সেখানে কেন্দ্র জানায়, মঙ্গলবার আলাপনকে দিল্লিতে কাজে যোগ দিতে হবে। এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, আলাপন অবসর গ্রহণ করেছেন। ফলে তাঁর দিল্লি যাওয়ার প্রশ্নই উঠছে না। পাশাপাশি আজ থেকেই আলাপনকে নিজের প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে রাজ্য-কেন্দ্র সংঘাত চরমে ওঠে। 

আরও ,পড়ুন : তুকতাকে ভাগ্য ফেরাতে গিয়ে ধর্ষণের শিকার যুবতী

এখন জানা যাচ্ছে, কার্মিক ও প্রশিক্ষণ বিভাগের রিপোর্ট কেন্দ্রকে জমা দিতে না পারার কারণে আলাপনকে শোকজ নোটিশ ধরাতে পারে কেন্দ্র। আলাপনকে চার্জশিটও ধরানো হতে পারে। অর্থাৎ কাজ থেকে অবসর নেওয়ার পরও এই আমলার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। 

প্রসঙ্গত, সোমবার সকাল ১০টায় নয়াদিল্লির নর্থ ব্লকে হাজির হওয়ার কথা ছিল আলাপনের। কিন্তু রাজ্য তাঁকে ছাড়পত্র না দেওয়াই আলাপন দিল্লি যাননি। এরপর কেন্দ্রের তরফে ফের চিঠি পাঠানো হয় ওই আমলাকে। মঙ্গলবার কাজে যোগ দেওয়ার নির্দশ দেওয়া হয়। তবে তিনি আজই অবসর ঘোষণা করেন। নিযুক্ত হন রাজ্যের মুখ্যয়মন্ত্রীর প্রধান পরামর্শদাতা হিসেবে। 


 

Advertisement