বিধানসভা নির্বাচনে তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) বিরুদ্ধে একসঙ্গে লড়াই করেছে বাম (Left Front)-কংগ্রেসে (Congress)। সঙ্গী হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ (ISF)। মানুষের সামনে এই জোটকে তুলে ধরা হয় সংযুক্ত মোর্চা নামে। মোর্চা কেমন ফলাফল করবে তা নিয়েও রীতিমতো জল্পনা তৈরি হয়। এক একটি বুথ ফেরৎ সমীক্ষায় এক এক ধরনের তথ্য উঠে আসে। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা যায় আসনের বিচারে রাজ্য থেকে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বাম-কংগ্রেস। সংযুক্ত মোর্চার তরফে একমাত্র জয়ী হয়েছেন ভাঙড়ের (Bhangar) আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী (Nausad Siddiqui)। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বিধানসভায় সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি হিসেবে আগামিদিনে কীভাবে এগোবেন নওশাদ? এমনকী নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বাম-কংগ্রেসের সঙ্গেই বা কেমন সম্পর্ক থাকবে আইএসএফ-এর? যদিও আগামিদিনে আইএসএফ-এর সঙ্গে আর কোনও রকম সম্পর্ক না রাখার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আর অধীরের সেই বক্তব্যের প্রেক্ষিতে কী অবস্থান নেবে আইএসএফ? এই সমস্ত বিষয়েই আজতক বাংলার সঙ্গে কথা বললেন নওশাদ সিদ্দিকী।
আজতক বাংলা - সংযুক্ত মোর্চার থেকে আপনি একমাত্র বিধায়ক, আগামিদিনে কীভাবে এগোবেন?
নওশাদ সিদ্দিকী - "মানুষের সমর্থন নিয়ে বিধানসভায় গিয়েছি। বঞ্চিত, অবহেলিত, অত্যাচারিত মানুষের কথা বলব। এটাই মূল কথা। গণতন্ত্র ফেরাতে হবে। বঞ্চিত মানুষের যে সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে তা যাতে ফিরিয়ে দেওয়া হয় তার জন্য সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আওয়াজ তুলবো।"
আপনি তো একা, সরকারের কাছ থেকে কতটা দাবিদাওয়া আদায় করতে পারবেন, বা কতটা পরিবর্তন আনতে পারবেন বলে মনে হয়?
"একার দ্বারা পরিবর্তন হয় না। সমাজ চাইলে হবে। তবে আমি একটা আন্দোলন তো চালিয়ে নিয়ে যেতে পারবো। কোন কোন বিষয় দরকার সেটা বলতে পারব। আদিবাসীদের কথা বলব। সংখ্যালঘুদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা ভাববো। আশা করছি আমার কথা বিবেচনা করে দেখা হবে।"
ভাঙড়ের উন্নয়নের জন্য ভবিষ্যতে কী তৃণমূলের সঙ্গে সমঝোতা করবেন বা তৃণমূলে যাবেন?
"যাওয়াটা বড় কথা নয়। প্রচারের সময় ভাঙড়ে তৃণমূল বলেছিল উন্নয়ন করবে, আমিও বলেছিলাম উন্নয়ন করব। এখন তারা জিততে পারেনি, কিন্তু উন্নয়নের আশ্বাস তো দিয়েছিল। সেই জায়গাটা ধরেই এগিয়ে যাব। বলবো, আপনারা জিততে পারেননি, আমি জিতেছি, তাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন করি।"
বাম-কংগ্রেস আসন পেল না, আপনি জিতলেন। কেউ কেউ বলছেন জোট করে আখেরে লাভ আইএসএফ-এর হল, কী বলবেন?
"এটা যে যেমন ভাবে নেবেন। মোর্চা মানে একে অপরকে সাহায্য করা। কোনও জায়গায় আমরা লাভবান হয়েছি, কোনও জায়গায় ওনারা। ওনারা হয়ত আসন পাননি, কিন্তু শতাংশের বিচারে ভোট বেড়েছে। সুবিধা সব পক্ষেরই হয়েছে।"
অধীর রঞ্জন চৌধুরী বলেছেন ভবিষ্যতে আইএসএফ-এর সঙ্গে আর কোনও সম্পর্ক নয়, তাহলে ভবিষ্যতে বাম-কংগ্রসকে নিয়ে আপনাদের অবস্থান কী হবে?
"সেটা এখনই বলা যাবে না। আমি দলের একজন কর্মী। আমাদের দলে গণতন্ত্র রয়েছে। ওটা মিটিং-এ ঠিক হবে। তবে অধীরবাবু ওনার মত পোষণ করেছেন, সংযুক্ত মোর্চায় বামেরাও রয়েছেন। তাঁদের বক্তব্যের জন্য অপেক্ষা করছি। তারপরেই আমরা আমাদের অবস্থান জানাবো।"