ভ্যাকসিন নেওয়ার কিছু সময় পরেই অসুস্থ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে। জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম ঋষিকেশ সরকার, বয়স ৮০। বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকেরই সাফানগর গ্রাম পঞ্চায়েতের চাঁদগঞ্জ এলাকায়।
কোভিশিল্ড নেন বৃদ্ধ
পরিবার সূত্রে জানা গিয়েছে, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে সোমবার বিকেলে সস্ত্রীক কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে যান ঋষিকেশবাবু। কোভিশিল্ড ভ্যাকসিন নেন তিনি। এর কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন ঋষিকেশবাবু। প্রাথমিক শুশ্রূষার পর টিকাকরণ কেন্দ্র থাকা সিভিক ভল্যান্টিয়ার ও স্থানীয়রা মিলে তাঁকে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু বাড়ি পৌঁছতে পারেননি তিনি। রাস্তাতেই ফের অসুস্থ হয়ে পড়েন। ফের তাঁকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে ঋষিকেশবাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
দেহ পাঠান হয়েছে ময়নাতদন্তে
এই ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভ্যাকসিন নেওয়ার পরেই তাঁর কীভাবে মৃত্যু হল তা নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার ফলে নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে মঙ্গলবার দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে কুমারগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি পুরো বিষয়টিই তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও রকম প্রশাসনিক বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলাশাসক আয়েশা রানি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই বেশকিছু বিভ্রান্তি রয়েছে কারও কারও মধ্যে। টিকা নিলে আরও কঠিন কোনও রোগ দেহে বাসা বাঁধতে পারে, এমনকী মৃত্যুও হতে পারে, এই ধরনের ভ্রান্ত ধারনা রয়েছে কারও কারও। তারমাঝেই আবার প্রকাশ্যে এসেছে ভুয়ো ভ্যাকসিনকাণ্ড। যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যজুড়ে। তারপরেই এই ঘটনায় নতুন করে আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে।