scorecardresearch
 

Mamata Banerjee: 'প্রাণপ্রতিষ্ঠা নয়, আমাদের কাজ উন্নয়ন করা,' অযোধ্যা ইস্যুতে মুখ খুললেন মমতা

প্রাণপ্রতিষ্ঠা আমাদের কাজ নয়। ওটা ইমামদের কাজ, পুরোহিতদের। আমাদের কাজ উন্নয়ন করা। মঙ্গলবার এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • প্রাণপ্রতিষ্ঠা আমাদের কাজ নয়। ওটা ইমামদের কাজ, পুরোহিতদের। আমাদের কাজ উন্নয়ন করা। মঙ্গলবার এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • দক্ষিণেশ্বর স্কাইওয়াকের একাংশ ভাঙতে চায় মেট্রো।
  • সেই নিয়েই মঙ্গলবার কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রাণপ্রতিষ্ঠা আমাদের কাজ নয়। ওটা ইমামদের কাজ, পুরোহিতদের। আমাদের কাজ উন্নয়ন করা। মঙ্গলবার এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দক্ষিণেশ্বর স্কাইওয়াকের একাংশ ভাঙার প্রস্তাবের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। তখনই একথা বলেন তিনি।

দক্ষিণেশ্বর স্কাইওয়াকের একাংশ ভাঙতে চায় মেট্রো। আর সেই নিয়েই মঙ্গলবার কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রোর অনুমোদন নিয়ে, নিয়মমাফিক স্কাইওয়াক তৈরি করা হয়েছিল। তারপরেও কেন মেট্রো দক্ষিণেশ্বর স্কাইওয়াকের একাংশ ভাঙতে চায়, তাই নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, 'ধর্মস্থান নিয়ে যারা বড় বড় কথা বলে, তারাই এমন করছে। আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না।' এরপর তিনি বলেন, 'আমি অনেক কষ্ট করে ৮-১০টা মিটিং করে, কোর্টে লড়ে, ওখানে অনেক হকার ছিল, তাদের জন্য় ব্যবস্থা করে, অনেক টাকা খরচ করে স্কাইওয়াক বানিয়েছিলাম।'

আরও পড়ুন

মুখ্যমন্ত্রী জানান, দক্ষিণেশ্বর স্কাইওয়াকের জন্য কোনও বিকল্প পরিকল্পনা লাগলে তিনি তাতে সহযোগিতা করতে রাজি। তাঁর রেল দফতর সামলানোর দীর্ঘ অভিজ্ঞতাকেও কাজে লাগাবেন বলেন জানান মমতা। তিনি জানান, 'এর আগে সিপিএম সরকারের সময়ে ডালহৌসির উপর দিয়ে বউবাজারের উপর দিয়ে নিয়ে যাওয়ার সময় ছিল। আপনারা এটাও দেখেছেন কলেজ স্ট্রিটে কাজের সময়ে কতবার ধস নেমেছিল, সমস্যা হয়েছিল।' তিনি বলেন, 'দক্ষিণেশ্বর-নোয়াপাড়া আমার করা। বলতে পারেন আমি ১৫ বছর হয়েছে, একটু করে করছে, উদ্বোধন করে ছবি লাগাচ্ছে। যেন অসুস্থ রোগী, তাকে একটু একটু করে জল খাওয়াচ্ছে। টাকাগুলো কিন্তু আমি রেখে এসেছিলেন।'

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'বেহালা বডিগার্ড ভেঙে দেবে। আমরা কত কোটি টাকা খরচ করে এটা তৈরি করেছিলাম। এলাকা পুরো জমে যাওয়া জলমুক্ত করেছিলাম। এখানে আমাদের প্রতিরক্ষার লোকেরা থাকে। পুলিশের হৃদয়ের মণিকোঠায় যে বডিগার্ড, তা ভাঙতে দেব না।'

Advertisement

মমতা বলেন, 'ওরা রেডরোডের পাশ দিয়ে করুক। অনেক জায়গা আছে। আমাকে যদি বলে রুট দেখিয়ে দাও, দেখিয়ে দেব। সত্যজিত রায় স্টেডিয়াম আমি করেছিলাম। ভারতে মেট্রো ডিভিশন ২০টি ছিল। বাংলা মেট্রো জোন আমি তৈরি করেছিলাম। আজ যত বড় বড় স্টেশন পি-পি-পি স্টেশন, সব আমার করা, বাজেটে লেখা আছে দেখে নিন। তারাপীঠের আদলে তারাপীঠ স্টেশন করে দিয়েছিলাম। দক্ষিণেশ্বরে দেখবেন মন্দিরের আদলে টিকিট কাউন্টার করা। আমি না থাকলে দিল্লি মেট্রো হত না। মুম্বই রেল বিকাশ কর্পোরেশন আমি রেলমন্ত্রী থাকাকালীন করেছিলাম। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি রিসার্চ করে লাগিয়েছিলাম। এরকম প্রচুর আমার করা আছে। তাই আমি যেটা সহযোগিতার কাজ, তাতে আমি হাত লাগাব। কিন্তু যেটা আমাদের হেরিটেজ, আমাদের মূল্যবান সেটা আমাদের রক্ষা করতে হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'দক্ষিণেশ্বর আজকের নয়। কালীঘাটেও স্কাইওয়াক আছে। কী করে হচ্ছে বলুন? হকাররা করতে দিচ্ছিল না। আমি স্কাইওয়াক হয়ে গেলে সেখানে দুই পাশ দিয়ে হকারদের দোকান করে দেব। কালীঘাটের মন্দির উন্নয়নের ১৪৫ কোটি টাকার বাজেট। রিলায়েন্স চূড়া করবে। আমরা জগন্নাথদেবের মন্দির করছি। শীঘ্রই সেটা উদ্বোধন হয়ে যাবে। গুরুদ্বোয়ারের গেট করেছি, ওঙ্কারনাথের গেট করেছি, অনুকূল ঠাকুর আমাদের জমি চেয়েছিল রাজ্যের কাছে, সেটা করেছি।'

এরপর ফের কেন্দ্রকে কড়া আক্রমণ করে মমতা বলেন, 'আমি এদের ঔদ্ধত্য দেখে আশ্চর্য্য হয়ে যাচ্ছি। হাত দিচ্ছে কোথায়! দক্ষিণেশ্বরে। এরপর বলবে কালীঘাটের মন্দির ভাঙব।'

আরও একবার সহযোগিতা করার প্রসঙ্গে মমতা বলেন, 'ম্যাপ দিয়ে হবে না। ফিজিক্যালি যেতে হবে। আমি যখন ডেডিকেটেড ফ্রেট করিডর করেছিলাম, তখন আমি নিজে ম্যাপ নয়, নিজে গিয়ে ফিজিক্যালি সার্ভে করিয়ে প্রচুর জমি বাঁচিয়ে দিয়েছিলাম।' 

এদিন ২২ জানুয়ারি একটি কর্মসূচির প্রসঙ্গেও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'আপনারা বারবার জিজ্ঞেস করছেন মন্দির নিয়ে। আমি ২২ জানুয়ারি একটি পদযাত্রা করব। আমি প্রথমে একা গিয়ে মা কালীকে পুজো দেব। হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটি পদযাত্রা করব। ২২ জানুয়ারি প্রত্যেক ব্লকে ব্লকে পদযাত্রা হবে।'

Advertisement