scorecardresearch
 

'দলের সমস্ত পদ থেকে সাসপেন্ড পার্থ চট্টোপাধ্যায়', জানালেন অভিষেক

সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন যদি কেউ অন্যায় করে থাকে, যদি আদালতে প্রমাণিত হয়, তাহলে তাঁর যাবজ্জীবন হোক, দল তাঁর পাশে থাকবে না। আজ তিনি কাজের মধ্যে দিয়ে করে দেখিয়েছেন।' 

Advertisement
পার্থ চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (বামদিক থেকে) পার্থ চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (বামদিক থেকে)
হাইলাইটস
  • পার্থর বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের
  • সরানো হল দলের সমস্ত পদ থেকে
  • নির্দোষ প্রমাণিত হয়ে ফিরতে হবে দলে, বললেন অভিষেক

দলের সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণ করল তৃণমূল। বৃহস্পতিবার দলের শৃঙ্খলারক্ষা কমিটির পর এমনটাই জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের মোট ৫টি পদ থেকে তাঁকে অপসারিত করা হল বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

এদিন সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন যদি কেউ অন্যায় করে থাকে, যদি আদালতে প্রমাণিত হয়, তাহলে তাঁর যাবজ্জীবন হোক, দল তাঁর পাশে থাকবে না। আজ তিনি কাজের মধ্যে দিয়ে করে দেখিয়েছেন।' 

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'আমরা সকলেই জানতে চাই ওই টাকার উৎস কী? যার এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। তবে যতদিন তদন্ত চলবে ততদিনের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হল। যদি কেউ কিছু না করে থাকেন, তাহলে তাঁকে নির্দোষ প্রমাণিত হয়ে সসম্মানে দলে ফিরতে হবে।' একইসঙ্গে তদন্তকারী সংস্থাকে এদিন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করার আবেদনও জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

একইসঙ্গে এদিন বিজেপিকে বিঁধতেও ভোলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারদাকাণ্ডে কেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি সেই প্রশ্ন তুলে অভিষেক বলেন, 'যদি পার্থ চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেন, তাহলে কি তিনিও নির্দোষ হয়ে যাবেন?'

সরানো হয়েছে মন্ত্রিসভা থেকে

এদিকে এদিনই মন্ত্রিসভার সমস্ত পদ থেকে সরানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। শিল্প, পরিষদীয় এবং তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই তিনটি দফতরই গিয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তিনটি দফতর আপাতত তাঁর হাতেই থাকছে। পার্থ চট্টোপাধ্যায়কে ক্যাবিনেট থেকে রিলিফ দেওয়া হয়েছে।

আরও পড়ুনকুমড়োর রস অত্যন্ত দ্রুত ওজন ঝরায়, তবে খাওয়ার পদ্ধতি রয়েছে, জানুন

Advertisement

 

Advertisement