scorecardresearch
 

শীঘ্রই WhatsApp বেচে দিতে পারেন জুকারবার্গ, কেন?

ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, সংস্থা হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছিল। কিন্তু  থেকে কোনও উল্লেখযোগ্য মুনাফা পাচ্ছে না। জুকারবার্গের সামনে এখনও বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। এদিকে ইনস্টাগ্রামও TikTok-এর মতো ইউজারদের এংগেজ রাখতে চায়। 

Advertisement
মার্ক জুকারবার্গ মার্ক জুকারবার্গ
হাইলাইটস
  • বিক্রি হতে পারে হোয়াটসঅ্যাপ
  • কারণ জানা গেল রিপোর্টে
  • যদিও সংস্থা এখনও নিশ্চিত করেনি

Facebook-এর পেরেন্ট সংস্থা Meta-র রেভিনিউতে পতন। ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে এর রেভিনিউ পতন লক্ষ্য করা গিয়েছে। আর এর প্রভাব পড়তে পারে WhatsApp-এর ওপর। কারণ এবার এটি বিক্রি করে দিতে পারে সংস্থা। রিপোর্ট বলছে Meta-র সামগ্রিক রেভিনিউ ১ শতাংশ কমেছে। ফলে বর্তমানে আয় কমে দাঁড়িয়েছে ২৮.৮ বিলিয়ন ডলারে। সংস্থার অনুমান তৃতীয় ত্রৈমাসিকেও পতন দেখা যেতে পারে। সেক্ষেত্রে আয় কমে ২০ হাজার বিলিয়নে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। 

Facebook ছাড়া Meta-র সামগ্রিক মুনাফাও ৩৬% কমে ৬.৭ বিলিয়ন ডলার হয়েছে। মেটাভার্স নিয়ে ফেসবুকের একটি বড় পরিকল্পনা রয়েছে এবং সংস্থাটি ইতিমধ্যেই এতে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। 

ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, সংস্থা হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছিল। কিন্তু  থেকে কোনও উল্লেখযোগ্য মুনাফা পাচ্ছে না। জুকারবার্গের সামনে এখনও বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। এদিকে ইনস্টাগ্রামও TikTok-এর মতো ইউজারদের এংগেজ রাখতে চায়। 

টিনএজাররা আর আগের মতো ফেসবুকে সক্রিয় থাকে না, এমনকী তথ্যও তাই বলছে। এই কারণে কোম্পানির বৃদ্ধিও কমেছে। এছাড়া অ্যাপলও  বিজ্ঞাপনদাতাদেরও ব্লক করছে। হোয়াটসঅ্যাপ একটি খুব জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। কিন্তু, ইনস্টাগ্রামের মতো আয় সংস্থাকে দিতে পারছে না।

জুকারবার্গ ২০১২ সালে ১ বিলিয়ন ডলারে ইনস্টাগ্রাম কিনেছিলেন এবং অ্যাপটি ২০১৯ সালে সংস্থাকে ২০ বিলিয়ন ডলার লাভ দেয়। এরপর তিনি ২০১৪ সালের ১৯ বিলিয়ন ডলারে হোয়াটসঅ্যাপ কেনেন। কিন্তু আয়ের ক্ষেত্রে ইনস্টাগ্রামের চেয়ে অনেকটাই পিছিয়ে এই অ্যাপ। যদিও হোয়াটসঅ্যাপ বিক্রির বিষয়ে সংস্থার তরফে এখনও কোনও ইঙ্গিত বা আনুষ্ঠানিকভাবে তথ্য দেওয়া হয়নি। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন লাগাতার লোকসান হতে থাকলে এটি বিক্রি করে দিতে পারে সংস্থা। 

আরও পড়ুনসাধনা! খাড়াই পাহাড়ে হেঁটেই তরতরিয়ে উঠছেন সাধু, SHOCKING VIDEO

Advertisement

 

Advertisement