scorecardresearch
 

জয়গাঁওতে 'লকডাউনের' আওতায় শূকরও! দেওয়া হচ্ছে ভ্যাকসিন

করোনার সংক্রমণ রুখতে দেশের বিভিন্ন জায়গায় লকডাউন চলছে। আমাদের এই রাজ্যেও কড়া বিধিনিষেধ জারি হয়েছে। এবার 'লকডাউন'-এর আওতায় আনা হল শূকরদেরও! ঘটনাস্থান ভারত-ভুটান সীমান্তের জয়গাঁও শহর।

Advertisement
শূকর শূকর
হাইলাইটস
  • জয়গাঁওতে আফ্রিকান ফ্লুর হানা
  • যার জেরে আতঙ্ক এলাকায়
  • শূকরদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন

করোনার সংক্রমণ রুখতে দেশের বিভিন্ন জায়গায় লকডাউন চলছে। আমাদের এই রাজ্যেও কড়া বিধিনিষেধ জারি হয়েছে। এবার 'লকডাউন'-এর আওতায় আনা হল শূকরদেরও! ঘটনাস্থান ভারত-ভুটান সীমান্তের জয়গাঁও শহর। 

এর কারণ আফ্রিকান সোয়াইন ফ্লু। প্রশাসনের তরফে জানা গিয়েছে, জয়গাঁও শহরে আফ্রিকান সোয়াইন ফ্লু হানা দিয়েছে। প্রতিবেশী দেশ ভুটান থেকে ছড়িয়ে পড়া এই আফ্রিকান সোয়াইন ফ্লুর সংক্রমণ ঠেকাতে জয়গাঁওতে শূকরের দেহে ভ্যাক্সিন দেওয়া শুরু করেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ।

জানা গিয়েছে, ইতিমধ্যেই ভুটানের ফুন্টশোলিং শহরে শূকরদের দেহে এই আফ্রিকান সোয়াইন ফ্লু মহামারির আকার ধারণ করেছে। সেখানে শূকরদের হত্যা করে মাটিতে কবর দেওয়া হচ্ছে। নিষেধাজ্ঞা জারি হয়েছে শূকর বেচা-কেনায়।

আরও পড়ুন : ফেসবুকে বিজেপির সমালোচনা শুভ্রাংশুর, তৃণমূলে ফেরার ইঙ্গিত?

শূকরদের ভ্যাকসিনেশনের প্রস্তুতি
শূকরদের ভ্যাকসিনেশনের প্রস্তুতি

ভুটান সরকারের তরফে সেদেশে ফ্লু'র হা্নার বিষয়টি ভারত সরকারকে ইমেল বার্তায় জানানো হয়। এরপরই নড়েচড়ে বসে ভারত সরকার। ভারতের প্রশাসনিক আধিকারিক এবং ভুটানের ফুন্টশোলিং জেলার জেলাশাসক ভারত-ভুটান সীমান্ত পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন।

ভুটানের পাশাপাশি ভারতেও শূকরের মাংস কেনা-বেচাতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। এই নিয়ে আতঙ্কও ছড়িয়েছে। যদিও জেলা প্রশাসনের তরফে মানুষকে আশ্বাস দেওয়া হয়েছে, শূকরের শরীর থেকে মানুষের শরীরে এই ফ্লু'র ছড়ানোর সম্ভাবনা নেই। 

এই নিয়ে কালচিনি ব্লকের বিডিও প্রশান্ত বর্মণ জানান, জয়গাঁওতে শূয়রের দেহে ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়া গোটা কালচিনি ব্লকে করা হবে। এই আফ্রিকান সোয়াইন ফ্লু মানুষের মধ্যে সংক্রমিত হয় না। শূকরের খামার মালিকদের বলা হয়েছে, তাঁরা যেন খামার থেকে শূকর বাইরে না ছেড়ে দেন। 

Advertisement
Advertisement