scorecardresearch
 

হাইকোর্টের নির্দেশিকাই সার, কোভিড বিধি মানছেন না নেতারা

বুধবার কলকাতা হাইকোর্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলাশাসকদের নির্দেশ দিয়েছিল, প্রার্থীরা যাতে মাস্ক পরেন ও কোভিড বিধি মেনে চলেন তা নিশ্চিত করতে হবে। তবে নির্দেশিকাই সার।

Advertisement
kolkata High Court kolkata High Court
হাইলাইটস
  • কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, প্রার্থীদের কোভিড বিধি মানতে হবে
  • তবে সেই নির্দেশিকা সার
  • প্রার্থীরা নির্দেশিকা মানছেন না বলে অভিযোগ

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, করোনা বিধি মেনে প্রচার করতে হবে প্রার্থীদের। পরতে হবে মাস্ক, মানতে হবে সামাজিক দূরত্বের নিয়ম। কিন্তু, বেশিরভাগ প্রার্থী সেই  নির্দেশ মানছেন না বলে অভিযোগ। 

গত, বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলাশাসকদের নির্দেশ দিয়েছিল, প্রার্থীরা যাতে মাস্ক পরেন ও কোভিড বিধি মেনে চলেন তা নিশ্চিত করতে হবে। রাজ্যে আরও ৪ দফার যে ভোট বাকি আছে, সেখানে কোভিড বিধি যাতে মানা হয় তা নিয়েও নির্দেশিকা দেওয়া হয়েছিল রাজ্যের সর্বোচ্চ আদালতের তরফে। এই নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। 

অথচ এই নির্দেশ সত্ত্বেও তৃণমূল, BJP-সহ বিভিন্ন দলের নেতাদের কোভিড নীতি না মেনেই ভোট প্রচার করতে দেখা গেল। যেমন, বিধাননগরের তৃণমূল প্রার্থী 
সুজিত বসুকে মাস্ক ছাড়া দেখা যায়। কিন্তু, তাঁর সঙ্গে থাকা জয়া বচ্চন মাস্ক পরেছিলেন। 

BJP প্রার্থী  রাহুল সিনহাকেও দেখা যায় মাস্ক ছাড়া। বিতর্কিত মন্তব্যের জন্য রাহুলের প্রচারে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। তারপর তাঁকে স্থানীয় একটি বাজারে মাস্ক না পরেই বাজার করতে দেখা যায়। 

বিভিন্ন দলের প্রার্থীদের করোনা বিধি মেনে না চলার বিষয়টি নিয়ে চিন্তিত চিকিৎসকরা। তাঁদের মতে, জনসভা, ভোট এই রাজ্যে সংক্রমণ বাড়ার অন্যতম কারণ। 

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ২ লক্ষ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। রাজ্যে গতকাল আক্রান্ত হয়েছিলেন, প্রায় ৬ হাজার। যা এক রেকর্ড। 

Advertisement