scorecardresearch
 

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস। চিকিৎসাধীন থাকার পর এদিন সকালে তার মৃত্যু হয়।  গতকালই তাকে জঙ্গিপুর থেকে কলকাতা রেফার করা হয়। রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এদিন সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

Advertisement
মৃত কংগ্রেস প্রার্থী রেজাউল হক। মৃত কংগ্রেস প্রার্থী রেজাউল হক।
হাইলাইটস
  • প্রয়াত সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী
  • করোনা আক্রান্ত হয়ে প্রয়াত
  • এলাকায় শোকের ছায়া

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস। চিকিৎসাধীন থাকার পর এদিন সকালে তার মৃত্যু হয়।  গতকালই তাকে জঙ্গিপুর থেকে কলকাতা রেফার করা হয়। রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এদিন সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ২৬ তারিখ সামসেরগঞ্জ বিধানসভায় নির্বাচন। তার আগেই এমন ঘটনায় স্বাভাবিক ভাবে শোকের ছায়া কংগ্রেস শিবিরে। অন্যদিকে জঙ্গিপুরের আরএসপি প্রার্থী অর্থাৎ সংযুক্ত মোর্চার প্রার্থীও করোনা পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসা চলছে। এর আগেও বেশ কয়েকজন প্রার্থী করোনা আক্রান্ত হয়েছে। তৃণমূল প্রার্থী সোহমও কোভিড আক্রান্ত হয়েছিলেন।

বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা

ভোটমুখী বাংলায় প্রচারের বাড়বাড়ন্ত চিন্তা বাড়াচ্ছে প্রশাসন। এদিকে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন শেষ হতে হতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এই আশঙ্কা থেকেই বৈঠকের ডাক।  ইতিমধ্যেই নির্বাচনী রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ভিড় রুখতে জেলাশাসক ও কমিশনকেই দায়িত্ব নিতে হবে।

আরও পড়ুন, বলিউডে ফের করোনার হানা, আক্রান্ত আশুতোষ রানা

বাংলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

একই সঙ্গে বাংলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি চিন্তা বাড়িয়ে তুলছে। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন থেকে জানা গিয়েছে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্য়া ৩২ হাজার ৬২১ জন। দৈনিক আক্রান্তের সংখ্যা এদিন ৫ হাজার ৮৯২। মৃত্যু হয়েছে ২৪ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ৩০ হাজার ১১৬ জন এবং মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৫৮ জনের। কমছে রাজ্যের সুস্থতার হারও। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৩.১৬ শতাংশ। সংক্রমণের নিরিখে কলকাতায় করোনার বাড়বাড়ন্ত সবচেয়ে বেশি। এদিন মহানগরে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬০১ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগণা। সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭৭। 

Advertisement

Advertisement