scorecardresearch
 

'উদয়ন গুহর ওপরে হামলকারীরা গ্রেফতার হয়নি কেন?' দিনহাটায় পোস্টার-ব্যানার

তৃণমূলের এক নেতার অভিযোগ, 'উদয়ন গুহকে হত্যার চক্রান্ত করা হয়েছিল। সেই ঘটনার সঙ্গে যুক্ত অজয় রায়, ধনঞ্জয় দেবনাথ এবং আশিস সরকার। উদয়ন গুহ দিনহাটার (Dinhata) ভালবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ। যাঁরা তাঁদের দল করেন না তাঁরাও তাঁকে ভালবাসেন। তাই দিনহাটার সাধারণ মানুষ এই হামলা মেনে নিতে পারেননি। সারা শহরে পোস্টার পড়া শুরু হয়েছে।'

Advertisement
দিনহাটায় পোস্টার-ব্যানার দিনহাটায় পোস্টার-ব্যানার
হাইলাইটস
  • উদয়নের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি
  • দিনহাটা জুড়ে পোস্টার-ব্যানার
  • শুক্রবার বাড়ি ফেরার কথা আক্রান্ত নেতার

হামলার পর প্রায় ১ মাস হতে চলল, এখনও গ্রেফতার করা হয়নি উদয়ন গুহর (Udayan Guha) ওপরে হামলায় অভিযুক্তদের। এবার তাই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উদয়ন গুহর ভাঙা হাতের এক্স-রের ছবি এবং অভিযুক্তদের ছবি দিয়ে পোস্টার-ব্যানার পড়ল দিনহাটা শহরে। ইতিমধ্যেই কার্যত পোস্টারে-ব্যানারে ঢেকে গিয়েছে গোটা দিনহাটা শহর। কোনও পোস্টারের নিচে লেখা দিনহাটা ২ নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দ। কোনও ব্যানারে আবার লেখা দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। দোষীদের এখনও গ্রেফতার করা হয়নি কেন, পোস্টার ও ব্যানারে সেই প্রশ্নই তোলা হয়েছে। 

দিনহাটায় পোস্টার-ব্যানার
দিনহাটায় পোস্টার-ব্যানার

এই প্রসঙ্গে তৃণমূলের এক নেতার অভিযোগ, 'উদয়ন গুহকে হত্যার চক্রান্ত করা হয়েছিল। সেই ঘটনার সঙ্গে যুক্ত অজয় রায়, ধনঞ্জয় দেবনাথ এবং আশিস সরকার। উদয়ন গুহ দিনহাটার (Dinhata) ভালবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ। যাঁরা তাঁদের দল করেন না তাঁরাও তাঁকে ভালবাসেন। তাই দিনহাটার সাধারণ মানুষ এই হামলা মেনে নিতে পারেননি। সারা শহরে পোস্টার পড়া শুরু হয়েছে।' তবে ওই তৃণমূল নেতার মতে, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকরাই এই পোস্টার লাগিয়েছেন। এমনকী আর কয়েকদিন পর শহরে পোস্টার লাগানর জায়াগা পাওয়া যাবে না বলেও দাবি করেন তিনি। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের কাছে তাঁর আবেদন, দিনহাটাকে শান্ত রাখতে হলে অবিলম্বে গ্রেফতার করা হোক হামলায় অভিযুক্তদের। 

দিনহাটায় পোস্টার-ব্যানার
দিনহাটায় পোস্টার-ব্যানার

প্রসঙ্গত নির্বাচনের ফলাফল (West Bengal Assembly Election Result) ঘোষণার পর গতমাসের ৬ তারিখ উদয়ন গুহর ওপর হামলা চালান হয়। দিনহাটা বয়েজ ক্লাবের সামনে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। হামলার ডানহাতে আঘাত পান উদয়নবাবু। আহত হন তাঁর নিরাপত্তারক্ষীও। ওই নিরাপত্তারক্ষীর মাথায় চোট লাগে বলে জানা যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা জেলা জুড়ে। কিন্তু ঘটনার পর থেকে এখনও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলেই অভিযোগ। এরই প্রতিবাদে এই পোস্টার-ব্যানার। মঙ্গলবার প্রথম পোস্টার পড়ছিল দিনহাটায়। তবে ছোট লিফলেট আকারে সেই পোস্টার ছড়ানো হয়েছিল কম সংখ্যায়৷ তারপর দিনহাটা মেইন রোডে, হাসপাতাল ও থানার কাছেও এমন পোস্টার দেখা যায়। এদিকে চিকিৎসার জন্য বর্তমানে কলকাতায় রয়েছেন উদয়ন গুহ। শুক্রবার দিনহাটায় ফেরার কথা তাঁর। সেক্ষেত্রে উদয়ন গুহর ফেরার আগেই শহরে এই ধরনের পোস্টার-ব্যানার তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

Advertisement


 

Advertisement