scorecardresearch
 

'কেন BJP করা যায় না,' TMC-র মুখপত্রে লিখলেন BJP নেতা প্রবীর ঘোষাল

গত বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। যদিও বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্র উত্তরপাড়াতেই তৃণমূলর প্রার্থী তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন তিনি।

Advertisement
প্রবীর ঘোষাল প্রবীর ঘোষাল
হাইলাইটস
  • জাগো বাংলায় প্রবন্ধ প্রবীর ঘোষালের
  • জল্পনা রাজনৈতিকমহলে

এবার জাগো বাংলার জন্য কলম ধরলেন প্রবীর ঘোষাল। জাগো বাংলার সম্পাদকীয়তে 'কেন বিজেপি করা যায় না' শীর্ষক প্রতিবেদন লিখলেন প্রবীর। প্রতিবেদনে বড় হরফে আরও লেখা রয়েছে 'ওখানে কাজ করা চেয়ে টাকা চাওয়ার লোক বেশি'। প্রবীর ঘোষালের এই প্রতিবেদনের পরেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। 

প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। যদিও বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্র উত্তরপাড়াতেই তৃণমূলর প্রার্থী তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন তিনি। 

জাগো বাংলার প্রতিবেদন
জাগো বাংলার প্রতিবেদন

যদিও নির্বাচনের কিছুদিন পর থেকেই প্রবীর ঘোষালের সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হচ্ছিল বলে রাজনৈতিকমহলে শুনতে পাওয়া যাচ্ছিল। এমনকী নির্বাচনের ঠিক পরেই ব্যক্তিগত সমস্যার অছিলায় বিজেপির রাজ্য কমিটির বৈঠকও এড়িয়ে যান তিনি। আর তারপর জাগো বাংলায় তাঁর লেখা এই প্রতিবেদনকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে এবার তিনিও কি তৃণমূলের 'ঘর ওয়াপসি'র পথে?

বিধানসভা নির্বাচনের আগে প্রবীর ঘোষালের মতো আরও অনেকেই তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। তবে ভোটে বিজেপির পরাজয়ের পর অনেকেই ফিরে আসেন ঘাসফুল শিবিরে। তাঁদের মধ্যে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। এার দেখার এই প্রতিবেদনের পর কী করেন প্রবীর ঘোষাল। 

 

Advertisement