জানুয়ারির শেষ দিনে কলকাতা থেকে কার্যত উধাও হয়ে গেল জাঁকিয়ে শীত। একলাফে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ অনেকটা বাড়ল। আকাশে মেঘের ঘনঘটা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ এবং আগামীকাল কলকাতা-সহ রাজ্যের সব জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শেষে কি ফের কামব্যাক করবে শীত? হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত ৫ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ফলে নতুন করে কনকনে ঠান্ডা ফেরার এখনই কোনও সম্ভাবনা নেই।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার একলাফে অনেকটা পারদ চড়ল শহরে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২০.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। গতকালও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং ন্যূনতম ৫৯ শতাংশ। আপাতত কলকাতায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
আবার বৃষ্টির পূর্বাভাস
রাজ্যে আবার বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বুধ এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জলিঙে বৃষ্টি বা তুষারপাত হতে পারে। শুক্রবার পর্যন্ত উত্তরের বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আর কি ফিরবে শীত?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন কলকাতা-সহ রাজ্যে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৫ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে।
কোথায় কত তাপমাত্রা?
বুধবার দার্জিলিঙে পারদ নেমেছে ২.৪ ডিগ্রি সেলসিয়াসে। বাগডোগরায় পারদ নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ৯.৫ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১৪.৮ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছে ১১.১ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪.৭ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১৪.৪ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।