৩০ ফুটের ঢাউস এক রাখিতে আবদ্ধ হলেন আলিপুরদুয়ারের (Alipurduar) সর্বস্তরের পুলিশ, প্রশাসনের কর্তা থেকে শুরু করে শাসক দলের বিভিন্ন সরকারি পদের নেতা কর্মীরা। পাশাপাশি রবিবার দিনভর সাধারণ মানুষকে রাখি পরিয়ে জনগণের সঙ্গে যোগাযাগকে আরও নিবিড় করলেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এবং পুলিশ সুপার ভোলানাথ পান্ডে।
এদিন দুপুর বারোটা নাগাদ আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাসের উদ্যোগে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। সেখানে ছিল ৩০ ফুটের ওই রাখিটি। সেই রাখিতে আবদ্ধ হন জেলাশাসক, পুলিশ সুপার, এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার সহ অন্যান্য পদাধিকারীরা।
যদিও এই উৎসবকে কটাক্ষ করেছে তৃণমূলেরই একাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের (TMC) বেশকিছু নেতার বক্তব্য, বিধানসভা ভোটে আলিপুরদুয়ারের ২ নম্বর ব্লকেই সবচেয়ে খারাপ ফল দলের। গত বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী সৌরভ চক্রবর্তী বিজেপির (BJP) সুমন কাঞ্জিলালের কাছে প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তার মধ্যে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকেই সৌরভ চক্রবর্তী প্রতিপক্ষের থেকে প্রায় আট হাজার ভোট কম পেয়েছেন। ২ নম্বর ব্লকের ভোটের কাণ্ডারি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস তাঁর প্রতিটি অঞ্চলেই 'চুড়ান্ত ফ্লপ'। দলের অনেকেরই বক্তব্য, নেতারা ঠিক মতো সংগঠন না করে এই ধরনের 'ষ্টান্ট বাজি'তে ব্যস্ত থেকে এলাকার ভোটারদের থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন। ফলে আলিপুরদুয়ার জেলা বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে।
যদিও অনুষ্ঠানের উদ্যোক্তা অনুপ দাস বলেন, রাখি বন্ধন (Raksha Bandhan 2021) একটি সামাজিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্দেশ্য মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া। এর মধ্যে রাজনৈতিক বিষয় জড়ানো উচিত নয়। নির্বাচনে হারজিৎ হবেই। কিন্তু মানুষের থেকে তাঁরা দূরে সরে যাননি।