scorecardresearch
 

স্বস্তি একাদশের পড়ুয়াদের! কী সিদ্ধান্ত নিল সংসদ, দেখুন

একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্বস্তি। তাদের সিলেবাস (Syllabus) কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) এই সিদ্ধান্ত নিয়েছে। 

Advertisement
একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্বস্তি (প্রতীকি ছবি) একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্বস্তি (প্রতীকি ছবি)
হাইলাইটস
  • একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্বস্তি
  • সিলেবাস কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত
  • ৩০ থেকে ৩৫ শতাংশ কাটছাঁট

একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্বস্তি। তাদের সিলেবাস (Syllabus) কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) এই সিদ্ধান্ত নিয়েছে। 

ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির জন্য স্কুল বন্ধ থাকায় এই সিদ্ধান্ত। এবার উচ্চ মাধ্যমিকের মতো একাদশ শ্রেণির সিলেবাসও কমানো হল। তার ৩০ থেকে ৩৫ শতাংশ কাটছাঁট করা হল। ২০২১ সালের একাদশ শ্রেণীতে বার্ষিক পরীক্ষার জন্য এই ব্যবস্থা। কোন কোন বিষয়ে কী বাদ দেওয়া হয়েছে, তা জানিয়ে দেওয়া হয়েছে। 

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education বা WBCHSE) এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হল। একাদশ শ্রেণীর সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কমিয়ে দেওয়া হল। তবে যেসব বিষয়ের লিখিত পরীক্ষার নম্বর ৬০ বা তার থেকে কম, সেসব বিষয়ের সিলেবাসের কোনও অংশ বাদ দেওয়া হচ্ছে না। এই বিষয়গুলো কী, তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো সঙ্গীত, স্বাস্থ্য এবং শারীরশিক্ষা, দৃশ্যকলা এবং ভোকেশনাল। উনিশটি বিষয়ের সিলেবাস থেকে কোন কোন অংশ বাদ যেতে চলেছে, সেই তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। তার মধ্যে ইংরেজি-সহ আরও অনেক বিষয় জায়গা পায়নি। 

তবে সংসদের আশ্বাস, বাকি বিষয়গুলি থেকে কোন কোন অংশ বাদ দেওয়া হল, সেই তালিকায় খুব তাড়াতাড়ি প্রকাশ করে দেওয়া হবে। তা জানিয়েও দেওয়া হবে।

মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরিবর্তিত সিলেবাস প্রকাশ করেছিল। নভেম্বর মাসের শেষদিকে সে ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছিল। উচ্চ মাধ্যমিকের সঙ্গেই একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু হয়। তাই একাদশের সিলেবাস কমানো হবে কিনা, সে ব্যাপারে ছাত্রছাত্রী শিক্ষকদের মধ্যে একটা আশঙ্কা ছিল। তবে তাঁদের সেই আশঙ্কা কেটে গিয়েছে। 

Advertisement

করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে মার্চ মাস থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। তা সে স্কুল হোক বা কলেজ, বিশ্ববিদ্য়ালয়। কবে সেগুলি খোলা হবে, সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

Advertisement