scorecardresearch
 

Road Accident: ব্যারাকপুরে মৃত পুলিশকর্মী, ৩ জেলায় পথদুর্ঘটনায় মৃত ২

তিন জেলায় ৩টি পথ দুর্ঘটনা। দোলের আগের রাতে মৃত্যু হল ব্যারাকপুরের পুলিশ কর্মীর। নেমে এল শোকের ছায়া।ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ে বাবনপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে কর্মরত ইছাপুরের বাসিন্দা অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর উজ্জ্বল ভট্টাচার্যের।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • তিন জেলায় ৩টি পথ দুর্ঘটনা
  • দোলের আগের রাতে মৃত্যু হল ব্যারাকপুরের পুলিশ কর্মীর
  • অন্যদিকে, ৩৪নম্বর জাতীয় সড়কেও ঘটল দুর্ঘটনা

তিন জেলায় ৩টি পথ দুর্ঘটনা। দোলের (Holi) আগের রাতে মৃত্যু হল ব্যারাকপুরের পুলিশ কর্মীর (Barrackpore Police)। নেমে এল শোকের ছায়া। ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ে বাবনপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে কর্মরত ইছাপুরের বাসিন্দা অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর উজ্জ্বল ভট্টাচার্যের।

বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ পথ দুর্ঘটনা ঘটে। দুঘটনার খবর পেয়ে, টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে ব্যারাকপুরের বি এন বসু হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তবে পথ দুর্ঘটনায় মৃত্যু নাকি এর পিছনে কোনও চক্রান্ত আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

৩৪ নম্বর জাতীয় সড়কেও দুর্ঘটনা

অন্যদিকে, ৩৪নম্বর জাতীয় সড়কেও ঘটল দুর্ঘটনা। টোটোতে লরির ধাক্কায় গুরুতর আহত হয় ৫ শিশু সহ মোট ১৫ জন। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে মালদা থানার নারায়নপুর মিশন রোড সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে কিশানগঞ্জ থেকে প্রায় ১৫ জন পরিবারের সদস্যরা মালদার গাজলের পান্ডুয়া উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই মতো,মালদা টাউন স্টেশন থেকে তিনটি টোটোতে সকলে ওঠেন পান্ডুয়ার উদ্দেশে। সেই সময় নারায়নপুর মিশন রোড এলাকায় পিছন দিক থেকে একটি লরি তাদের সজোরে ধাক্কা মারে।

এই ঘটনায় টোটো চালক সহ সকলেই আহত হন। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকেই সকলকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এই ঘটনায় টোটো চালক গৌতম দাস সহ পাঁচ জন আশঙ্কাজনক। টোটো চালকের নাম গৌতম দাস, বয়স ৪০। তার বাড়ি মালদা শহরের ঝালঝালিয়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছ পুলিশ।

Advertisement

মুর্শিদাবাদের বড়ঞাতে পথ দুর্ঘটনা

দলের আগের রাতে বৃহস্পতিবার রাতে কান্দি সাঁইথিয়া রাজ্য সরকের বড়ঞা থানার রামরামপুর এলাকায় স্থানীয় গ্রামে, জলসা শুনতে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি ছোট গাড়ি। যার জেরে ঘটনায় গুরুতর আহত অবস্থায় গাড়ির ড্রাইভার সহ চারজন তাদের উদ্ধার করে। বড়ঞা থানার পুলিশ কান্দি মহকুমা হাসপাতালে পাঠালে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার সময় মৃত্যু হয় নয়ন শেখ নামের একজনের। বাকি আহত, মুন্না শেখ, সুমন শেখ, গোপাল শেখ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের গ্রামজুড়ে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement