scorecardresearch
 

সুন্দরবনে ফের মত্‍স্যজীবীকে বাঘে টেনে নিয়ে গেল

বন দফতর ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে ছেলে সহ তিন সঙ্গীর সঙ্গে জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন হাজারি মণ্ডল। সকাল সাড়ে নটা নাগাদ যখন তাঁরা কাঁকড়া ধরছিলেন সেই সময় জঙ্গল থেকে বেড়িয়ে আচমকা হামলা চালায় একটি বাঘ (Royal Bengal Tiger)।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ফের বাঘের হামলার মুখে মৎস্যজীবী
  • মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ
  • উদ্বিগ্ন নিখোঁজ মৎস্যজীবীর পরিবার

সুন্দরবনের (Sundarbans) জঙ্গলে মাছ-কাঁকড়া ধরতে গিয়ে আবারও বাঘের কবলে মৎস্যজীবী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝিলা ৪ নম্বর জঙ্গলের চিলমারির খাল এলাকায়। নিখোঁজ মৎস্যজীবীর (Fisherman) নাম হাজারি মণ্ডল। তিনি গোসবার চরঘেরি গ্রামের মাঝের পাড়ার বাসিন্দা। উদ্বিগ্ন নিখোঁজ মৎস্যজীবীর পরিবার। 

বন দফতর ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ছেলে সহ তিন সঙ্গীর সঙ্গে জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন হাজারি মণ্ডল। সকাল সাড়ে নটা নাগাদ যখন তাঁরা কাঁকড়া ধরছিলেন সেই সময় জঙ্গল থেকে বেড়িয়ে আচমকা হামলা চালায় একটি বাঘ (Royal Bengal Tiger)। হাজারির ঘাড়ে কামড় বসিয়ে তাঁকে জঙ্গলের মধ্যে নিয়ে যায় বাঘটি। তাঁর সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় গোটা ঘটনাটি। তাঁদের বৈধ অনুমতি পত্র ছিল না বলেই বন দফতর সূত্রে খবর।

প্রসঙ্গত, গত দেড় বছরে লাগাতার বাঘের আক্রমণের মুখে পড়তে দেখা গিয়েছে মৎস্যজীবীদের। করোনা (Corona) পরিস্থিতিতে বাঘের হামলার পরিমান বেড়েছে অনেকটাই। বৃহস্পতিবারও লখাই নস্কর নামে এক মৎস্যজীবী বাঘের হামলার শিকার হন। সঙ্গীরা বাঘের সঙ্গে লড়াই করে লখাইকে উদ্ধার করলেও শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। তার আগে আশিস মণ্ডল নামে আরও এক মৎস্যজীবীও বাঘের কবলে পড়েন। তাঁকেও লড়াই করে বাঘের মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসেন সঙ্গীরা। আর এবার হাজারি মণ্ডলের ঘটনা। একের পর এক এই ধরণের ঘটনায় তীব্র আতঙ্কিত মৎস্যজীবী ও তাঁদের পরিবারের সদস্যরা। 

 

Advertisement